নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

গলছে নীল আসমান !

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১৯

ছবি নেট। ( চিত্র শিল্পী রন হিক সন ১৯৬৫ )

তোমাকে দেখার পর
যে অসুখ লেগেছে
সেরে উঠার কোন চিহ্ন লেশমাত্র নাই
বরং পুড়তে পুড়তে
হয়ে যাচ্ছি ছাই !

তোমার দিকে তাকালে
জগত সংসার তুচ্ছ
কোন কিছুই টিকেনা তোমার সামনে
তুমি তো সেই নেশা
যার কারণে আজ
পালটে গেছি সমস্ত আমি
পুরোদমে কবি।

তোমাকে দেখলে যদি হয় পাপ
হোক না পাপ! 
চলতে থাকুক গোটা জীবন
কে চাইছে পানা মাফ ?
তুমি তো আমার
বেঁচে থাকার সকল মন্ত্রতন্ত্র
চলার প্রতিটি ধাপ !

তোমাকে দেখলে যদি হয় বদনাম
হোক না বদনাম!
অতটা ভালো আমি না
চাইনা অতটা নাম।

তোমাকে চুমু খেলে
জড়িয়ে ধরলে
যদি সমাজ বলে,
ছিঃ! ছিঃ!
বলে দিচ্ছি,
জানি কি করে তুলতে হয় ঘি
অথবা
জেনে নিও
আমি এ শতকের সবচেয়ে মারাত্মক সাবমেরিন
ডুবে ডুবে শত্রু করি বিলীন ।

তোমাকে দেখতে দেখতে
যদিও যাইনি হাঁপিয়ে
শুধু টের পাই সিনায় চৈত্রের আগুন ঘ্রাণ
মরুতে ছুটছে ঘোড়া
গলে যাচ্ছে নীল আসমান।

তোমাকে দেখতে দেখতে
রোজ হাজির করি হাজারো নক্ষত্র
যার মাঝে লটকে আছে রুপালী চান।

এসো দেবী
এসো,
প্রহর গড়ায়
দীর্ঘ অপেক্ষার হোক অবসান।

জ্বলে উঠুক ফসফরাস
ভেতর ঘরে
তোমার সে কি দারুণ বসবাস !

২১ নভেম্বর ২১ ।



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আহা তাকে নিয়ে কত কথা!

২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০২

স্প্যানকড বলেছেন: তারে নিয়ে যত ব্যাথা !

২| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বোটা খসা চান মানে কি?

২২ শে নভেম্বর, ২০২১ রাত ২:৪২

স্প্যানকড বলেছেন: চান মানে চন্দ্র। এর তো কোন বোটা নাই। অন্য কিছু নয়। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.