নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তোমাকে কখনো ভীনদেশী মনে হয়নি !

১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

ছবি নেট ।

যে কথা ছিল খুব যতনে বোনা
যার ছিল অন্য এক মাত্রা
তা বেড়ে হয়েছে দিগুণ
তোমার আশকারায় আজ হলাম খুন !

তোমাকে আমার ভীনদেশী মনে হয়নি কখনো
মনে হয়েছে ভেতরকার কেউ
যাকে ভরসা করা যায়
যার কাছে এলে
দুঃখ কষ্ট বেমালুম ভুলে থাকা যায়।

যে কথা ছিল খুব যতনে বোনা
তা ভেংগে চলছে আমাকে
খুব ধীরে ধীরে টের পাচ্ছি
এ তো চিরচেনা
নতুন ঢেউ
আমি ডুবে যাচ্ছি তলিয়ে যাচ্ছি
এত সুখ প্রেমে!
এত তেজ প্রেমে!
মানছে না মন
সইছে না বারণ
উফফ!
কি দারুন এ রক্তক্ষরণ !

যখন তোমাকে প্রথম দেখেছি
ভেবেছি, এই কি সেই তুমি ?
যার কারণে দিবা রাত্র ছটফটানি
শত আড্ডা হাসি কান্নার ভীড়ে
ভাসে তোমার হাসিমাখা মুখখানি।

ইশ! কি দারুন তুমি
যেন থোকা থোকা মেঘের ভেলায়
অবাধ্য বিদ্যুৎ
আমি জ্বলসে যাই পুড়ে পুড়ে ছাই
এ মরণে যে সুখ
সে তো আমি জানি
জানে আমার অন্তর্যামী।

তোমাকে কখনো ভীনদেশী মনে হয়নি
বরাবরের মতন ভেবেছি আপন
অন্তর এর অন্তর
সুরুজ ডোবা বিকেলে
যখন তুমি ছিলে ছাদের কোণে
উঁচু করে তোলা খোপা
লালচে আলোতে যেন দাঁড়িয়ে এক অপ্সরা।

জানো,
খুব ইচ্ছে করতো কাছে যাই
হাতের উপর থাকুক হাত
তোমার ফর্সা পিঠে
আংগুল ঘুরপাক খাক
অসভ্যতা করি
গলে যাই
দুনিয়া যেদিক খুশি সেদিক যাক !

এ কি খোয়াব ছিল?
অথবা
আমার একান্ত ভাবনা?
তোমার সেদিকে বিন্দু মাত্র ছিলনা সায়।

আজ এতদিন পর যদি হয় দেখা
যদি চোখে চোখ হয় বন্দী
যদি বরফ গলে হয় নদী
তুমি ভাসবে সে জলে
আমি ডুবব সে জলে
প্রেম চলবে নিরবধি।

তোমাকে কখনো মনে হয়নি ভীনদেশী
মনে হয়েছে
পরাণের পরাণ
একদম কাছের কেউ
যার জন্য মৃত্যু পরোয়ানা দিব্যি হজম করা যায়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৬

শায়মা বলেছেন: হুম এমন কোনো কারণেই রবিঠাকুর লিখেছিলেন, আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী......

১৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৫

স্প্যানকড বলেছেন: হুম, উনি হয়তো বৃটেনের রানীকে উদ্দেশ্য করে লিখেছিলেন যতদুর জানি। মেলাদিন পর আপনার মন্তব্য পেলাম খুব ভালো লাগছে। কেমন আছেন? ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ কবি দা

১৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.