নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্লাস্টিক !

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৪৪

ছবি নেট ।

ওস্তাদ ! খুব খেয়াল
ডাইনে চাইপা
বায়ে প্লাস্টিক !
হ্যাঁ,
ঘটনা পুরো সত্য
এ রাজ্যে বিশেষ একটা গোত্র বাদে
বাকিরা সকল প্লাস্টিক !

আলু, পটল, চিনি, নুন, চাউল, তেলের দাম
দফায় দফায় বাড়ে
শুধু আমাদের দাম বাড়ে না
মান বাড়ে না
আমাগো অনেক কিছুই আজকাল বাড়ে না
শেকড়ে থাকতেই ছেঁটে দেয়া হয়েছে
আমরা তো এ যুগে প্লাস্টিক !

যদিও দেখতে আশরাফুল মাখলুকাত
যদিও খেতে পারছি
শরীরের বর্জ্য যেকোন উপায়ে
বের করতে পারছি
স্বপ্ন বুনতে পারছি
পাশের বাড়ির একমাত্র সুন্দরী মেয়েকে নিয়ে
তামাক পুড়িয়ে রাত শেষে গান ধরছি
" তুমি যে আমার
ও গো তুমি যে আমার !  "
সুরুজ উঠলেই সেই প্লাস্টিক !

ওস্তাদ! খুব খেয়াল
ডান-বাম, উপর-নীচ সব খানে প্লাস্টিক
যারা সামাল কে ব্রেক !

২৫ ডিসেম্বর ২১।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:



আমি ব্লগেও প্লাষ্টিক দেখছি।

২৬ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:১৯

স্প্যানকড বলেছেন: আমিও দেখছি উন্নত মানের বিলেতি ! ভালো থাকবেন।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:২০

সোবুজ বলেছেন: পথ চলার সময় আল্লাহ পাকের নাম স্মরণ রাখবেন।কোন সমস্যা হবে না।

২৬ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:২১

স্প্যানকড বলেছেন: ইন শা আল্লাহ। ধন্যবাদ, সুন্দর পরামর্শ দেয়ার জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.