নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

কপিরাইট !

২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৭

ছবি নেট ।

আমার ৬০ পাওয়ারের বাতির কাছে
সন্ধ্যাকালে যে পোকাগুলি বোকার মতন
জড়ো হয়
সকালে ওদের মৃত দেহ গুলি তুলে ফেলে দিতে
একটুও কষ্ট হয় না
চোখ জ্বলে না
গলা ধরে আসে না
আমি অনায়াসে কাজটি করে ফেলি।

এই-যে,
এ শতকে নেতাগুলি আমাদের
সেই বনী ইসরায়েলদের মতন গোলাম বানিয়ে রেখেছেন
এ থেকে বের হওয়ার উপায় কি?
মুসা নবী তো আর ফেরত আসবে না !

আমি যখন কোন মিটিং দেখি
বা
কোন নেতার বক্তৃতা শুনি
দীর্ঘদিনের সাথী
পুরনো জিন্সের জিপারে
তখন হাত রাখি
ইচ্ছে করে ওদের মুখে গরম জল ঢালি
অবশ্য
খানকির পুত!
শব্দটি সুপার সনিক যেকোন বিমানের চেয়ে
তীব্র গতিতে বেরিয়ে পড়ে
তাই কারো কাছে ধরা পড়ে না
অত গতি ধরার মগজ ওদের নাই।

একটা দৃশ্য খুব গেঁথে আছে মনে
শীতের রাত্রি গুড়িগুড়ি বৃষ্টি
একটা কুকুর ভিজে চলেছে
কোন আশরাফুল মাখলুকাত ফিরেও দেখেনি
আশ্রয় দিবে কি ?

কুকুরটি হয়তো এতদিনে মরে গেছে
মেলাদিন দেখিনা
বা,
ওর আস্তানা বদলে ফেলেছে
আমার ছোট জানালা দিয়ে যখন
ওর ছোট চোখে চোখ বন্দী হলো
দেখেছি,
কষ্ট কি!
ঘৃনা কি!

যাবার কালে দুই তিনবার কুইকুই শব্দ করে গেল
যার তরজমা করলে হয়তো দাঁড়াবে,

" তোমরা ইনসান!
আমার স্টাইলে দিব্যি মজা লুটে নিচ্ছ
আমি তোমাদের বিরুদ্ধে
কপিরাইট মামলা ঠুকে দিব
মনে রাখবা,
কুত্তা চুদে না কোন জজ উকিল !  "

২৬ ডিসেম্বর ২১।





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫১

সোবুজ বলেছেন: “দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহ আসে কই মুখে”

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৮

স্প্যানকড বলেছেন: যাতে দেখতে শুনতে ক্ষেপতে না হয় সে ব্যবস্থা করলেই পারেন । ভালো থাকবেন।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৯

সেডরিক বলেছেন: মানুষকে সৃষ্টির সেরা উপাধি মানুষই দিয়েছে। অথচ আনুগত্যের বিচারে সেরাদের কাতারে তলানীতেই থাকবে এই জাত টা!

২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৫

স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য এরা তলানিতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.