নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
যখন আলো ছায়া খেলা করে
দখিনা বাতাসে জানালার পর্দা উড়ে
সে সময় এসো তুমি
খোলা চুলে
আমি নাক ঘষে ঘষে মুছে দিব
তোমার ললাট চিবুকের জমা ঘাম
সদ্য পেঁয়াজ কাঁটার ঘ্রাণ।
তুমি তো জংলী পানি
না তোমাকে বন্দী করা যায়
বোতল কিংবা গেলাসে
অথবা
কোন মস্ত বড় কুয়ায়
আমি তাই উত্তাল সমুদ্র
যেখানে লেগে আছে
জোয়ার ভাটার টান।
খুব আশ্চর্য মনে হয়
জানো,
তুমি আমার
কোলাহল,
একাকিত্ব,
দুঃখ - কষ্ট,
কুচকাওয়াজ,
উড়তে থাকা পতাকা
ঘর ছেড়ে জোছনা রাতে বাইরে থাকার গান।
যখন শরীরে সাপের মতন
পেঁচিয়ে যাবে দিবা রাত্র
প্রতিটা শব্দে উঠবে বান তুফান
এসো তুমি সে সময়
আমি ঠোঁট ঘষে ঘষে
তোমায় জ্বালিয়ে মারবো
লোকে বলবে,
ঐ যায় এক জোড়া মাতাল !
২৭ ডিসেম্বর ২১ ।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:১৪
স্প্যানকড বলেছেন: প্রেমের ক্ষেত্রে দূরত্ব ব্যাপার না... সব আল্লাহর হাতে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৫২
সোবুজ বলেছেন: আল্লাহ পাক আপনার মঙ্গল করুক,মনবাসনা পূর্ণ করুক।
২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৪৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপনাকে এমন সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন। আল্লাহ আপনার নেক মনোবাসনা গুলি যেন পূর্ণ করে দেয়। আমিন।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:১৪
আমারে স্যার ডাকবা বলেছেন: "সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে ভালোবাসুন" - WHO