নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তোমার সবকিছুই
আমার কাছে নতুন কিছু
অন্য এক অর্থবহ হয়ে উঠতো
তোমার এক একটি শব্দের মাত্রা, দাড়ি, কমা
অন্য এক জিনিস লাগতো
যা কোনদিন দেখিনি শুনিনি
এমন একদম টাটকা !
যার খুশবু
হৃদয়ে শান্তি নিয়ে আসতো
মনে হতো
কদম ফোটা কোন ভিজে বর্ষার দুপুর
অথবা
এই মাত্র আঁধার সরিয়ে ধরা দিল ফকফকা ভোর।
তোমার প্রতিটি হাসি - কান্না
ভেতরে একটা ঘুর্নি তৈরী করতো
যার ভেতর
আমি অনায়াসে প্রবেশ করতাম
হারিয়ে ফেলতাম নিজেকে
চলে যেতাম দূর বহুদূর
তছনছ হওয়ার ছিল না তেমন ডর !
তোমার প্রতিটি চঞ্চলতা
প্রতিটি পা ফেলা পদক্ষেপ
আমাকে ভীষণ ভাবিয়ে মারতো
মাঝে মাঝে ভাবি,
জগতে তুমি ছাড়া কি
কেহ ছিল না আমার ?
ছিল না অন্য কোন কর্ম ?
ছিল না অন্য কোন চিন্তা ধর্ম ?
যেখানে এত এত খোদার সৃষ্টি
এত এত সুর লহরি
এত এত বিদ্যমান সুন্দর ।
তোমার প্রতিটা চাহনি
প্রতিটা চুমু আদর
বড্ড অনুভব করি
হোক সে যেকোন যানে
অথবা দীর্ঘ জ্যামে
দীর্ঘ ঘুমে
যা আমাকে দিত নব জনম
একদম বানিয়ে দিত শিশুর মতন
কি যে এক অস্থিরতা !
কি যে এক ছটফটানি !
যদি তুমি বুঝতে
তবে কাছেই থাকতে
তুমি ছিলে আছো থাকবে
যা পবিত্র এবং সত্য ।
যেতে হয় সবাইকে
তবুও কষ্ট হয় প্রিয়
কষ্ট হয় যে বড্ড !
আছো কেমন তুমি স্বর্গে ?
যেখানে স্রষ্টার নব সংসার
ছেড়ে এই মর্ত্য !
এখন আমি ভীষণ একা !
আমার সব কত ফাঁকা !
বাঁচার চিহ্ন নেই লেশমাত্র
কোথাও বসবার জায়গা নেই
কারো কোলে শুয়ে শুয়ে
পাড় করবার নেই কারবার
থেমে গেছে দিবা রাত্র ।
কথা বলবার মতন কেউ নেই
কোথাও তাড়া নেই যাওয়ার
ভীড় নেই কোলাহল নেই
নেই টিকেট ভাড়া
যেন আমি জিন্দা লাশ !
আসলেই তুমি ছাড়া আমার সব শূন্য
ফের কোন প্রেম নেই
সবুজ নেই
গোটা ভুবন ধু ধু মরু প্রান্তর !
এক ফোটা নেই বৃষ্টি জল
বেঁচে নেই অবশিষ্ট রোদ্দুর !
ছেড়ে চলেছে জাহাজ
ফেলে সব বন্দর
যতনে তুলে নিয়েছে নোঙর !
২৫ জানুয়ারি ২২।
২৬ শে জানুয়ারি, ২০২২ ভোর ৫:০৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন সাচু ।
২| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪০
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! কী সুন্দর শিরোনাম !!!
খুব খুব ভালো লাগছে।
২৬ শে জানুয়ারি, ২০২২ ভোর ৫:০৮
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সুলতানা।
৩| ৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০২
মিরোরডডল বলেছেন:
চমৎকার একটা লেখা।
আবৃতি করলে খুব ভালো লাগবে।
৩১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫২
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মেয়ে পরিচিত আবৃত্তিকার কে বলে রাখব ইন শা আল্লাহ ।ভালো থেকো সব সময়
৪| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:১২
মিরোরডডল বলেছেন:
টাইপো ছিলো, আবৃত্তি হবে।
৫| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৭
স্প্যানকড বলেছেন: ধরিয়ে দিলে সুবিধা হতো । ধন্যবাদ মেয়ে
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা ভালো লেগেছে।