নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

যখন কবিতা শিরোনামহীন !

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৫

ছবি নেট ।

যখন কবিতারা দাঁতাল রেলের মতন
মন, মগজ, চোয়াল পিষে ছুটছে
যার কোন শব্দ যখন কেউ শুনছে না
কারো হৃদয়ে বাস করছে না
তখন আমি ভাবনায় ডুবে মরি
ভাবি,
কবিতার কি ছন্দ হারিয়ে যাচ্ছে?
যেমন টা তালগোল পাকানো দেশের রাজনীতি !
আগা মাথা কিছু নেই
শুধু হুংকার মিথ্যে বাহাদুরি।
অথবা
হাজার বছরের কোন ফারাও এর মমি !
যার চর্চা হয়
প্রাণ বলতে কিছু নেই
যখন কবিতা কর্পুর এর মতন হাওয়ায় মিশে যাচ্ছে
অথবা কোলাহল ঠেলে
একলা সোজা উঠে যাচ্ছে কোন পাহাড়ে
তখন আমি বিচলিত
নিজেকে প্রশ্ন করি
এ শতকে কবিতা কতটুকু দরকারী ?
যেখানে কবিতার চেয়ে ভীষণ প্রয়োজন
ভাত তরকারি !

তখন চোখ বুজে প্রথম যৌবনে ছুটি
ভেসে চলে যাই ভুলেভালে নানান খেয়ালে
জীবন মানেই তো ভুলে ভরা
কদমে কদমে পায়তারা ফন্দি।

আরো পিছনে চলতে থাকি
ভীষণ কুয়াসায় ঘেরা সেই স্মৃতি
তবুও এর খুশবু রাত দিন গতরে মাখি
সবুজ শ্যামল গ্রাম
একটা কিশোর তপ্ত দুপুরে ঝাঁপ দেয় জলে
কাঁপছে বাঁশের সাঁকো
ভিজে গেছে হ্যাংলা পাতলা শরীর
যখন কবিতা হয়ে উঠে শিরোনামহীন !

৫ ফেব্রুয়ারী ২২। শনিবার ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪১

জ্যাকেল বলেছেন: কবিতা খুব ভাল হইয়াছে।


(আপনার ব্লগিং এক্টিভিটি আমাকে ১৫/১৬'র দিকের একজন দাপুটে ব্লগারকে স্মরণ করিয়ে দেয়। যদি আপনি তিনিই হোন তাহলে খুব চমৎকার হয়।)

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বরাবরের মতোই কবিতা অসাধারণ হয়েছে। চলতে থাক বিরামহীনভাবে কবিতা লেখা।






শুভকামনা রইলো নিরন্তর।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৬

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও অনেক শুভকামনা। কবিতা ছাড়া জীবন হয় নাকি ! অবশ্যই চলবে ইন শা আল্লাহ। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.