নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
আমার মতন তুমি হয়তো
আমাকে নিয়ে ভাবছ না
না ভাবা স্বাভাবিক
অথচ
কি আশ্চর্য
তোমায় নিয়ে আমি আছি।
কোন এক সূর্যাস্তে
তোমার গা ঘেঁষে দু একবার দাঁড়াতে পেরেছি
তোমার গায়ে ছিল
মেজাজ ফুরফুরে করার মতন সুবাস
যা গোটা দুনিয়া চষে আর কোথাও মিলেনি।
পাশাপাশি হাঁটতে ও পেরেছি
গল্প, কবিতা আউরে গেছি
বিড়ির ধোঁয়া ওড়াতে ওড়াতে
গোটা দুপুর শেষ করে
তোমায় দেখেছি।
আমি তো তোমায় চেয়েছি
আর কিচ্ছু নয়
তোমার সাথে খোয়া যাক গোটা জীবন
দাবি দাওয়া এর বেশী কিছু তো নয় !
তবু্ও
তবু্ও
তুমি মাঝ রাস্তায় ছেড়ে গেলে
কাঁচের চুরির মতন ভেংগে গেছি
অথবা কোন এক শক্তিশালী বোমার আঘাতে
যেমন হাড় মাংস বাতাসে উড়ে
অমন করে বেঁচে আছি।
এ সত্যি ! ভাংগনের শব্দ
কেউ টের পায়নি
ফুটপাত দখল, রাজপথ দখল
মিটিং, মিশিল, গুলি, বাস, ট্রাক, রিক্সা
স্কুল-কলেজ, অফিস, রুম ডেটিং
পরকীয়া, রাস্তায় ন্যাংটো শিশু
সব ছিল স্বাভাবিক
পুরো আয়োজনে ছিল ভরপুর
শুধু
আমি ছিলাম তোমার প্রেমে একদম চুর।
তুমি যাওয়ার পরে
জীবন থেমে যায়নি
আরও প্রেম এসেছে
কতজন হাত ধরেছে
চুমু খেয়েছে
এমনকি ব্যাপারটি
বিছানা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে
বিশ্বাস কর,
ওরা আমার মন পায়নি
গলাতে টলাতে পারেনি
যেন আমি মোঘল রাজার
ধারালো তলোয়ার
এফোড় ওফোড় করতে জানি
জং পড়া কি তা শিখিনি !
আশ্চর্য
আজও তোমায় পুষে চলছি
আসলে,
তোমার মতন কেউ ভেতর বাহিরে
ঝড় তুলতে পারেনি
তোমার মতন কেউ মাতাল করতে পারেনি
তোমার মতন কেউ মারতে শিখেনি
বড্ড কাঁচা অন্যরা
হাতছাড়া হলেও দুঃখ জমা হয়নি
বরং খুব হেসে চলেছি
সত্যি বলতে কি মমতাজ একজনই হয়
বাকীরা খামাখা শোয় !
১৫ ফেব্রুয়ারী ২২ ।
©somewhere in net ltd.