নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট । আর্টিস্ট হেলেন ওয়ায়েরেজবিকি ।
দিবে কবে সাড়া ?
কবে দিবে নাড়া ?
ভেতর ঘরে কি কিছুই মজুদ নেই ?
একদম শুণ্যতায় ঠাসা ?
ঘরে ফেরার
দিবে কবে তাড়া ?
সিগারেটের ধোঁয়া
জানালার ফাঁক দিয়ে বহুদূরে
এখন উঠে গেছে উপরে
কবিতার বই গুলিতে গোটা জন্মের খিদা
মান্না দে সেই যে দরদ দিয়ে গেয়ে চলেছে
" দ্বীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বলল না "
খোয়াব গুলি একপেশে
প্রেম না পেয়ে লজ্জায় ন্যাড়া
রাত কাটে এ পাশ ও পাশ ফিরে
হতচ্ছাড়া দূরে যেয়ে মর
বিছানা, চাঁদর এরম খিস্তি করে !
শরীর তো চারশ চল্লিশ বিদ্যুৎ !
এক দাবিতে আজ পথে নেমেছে
একটু এসো কাছে
কিছুটা যাই দূরে
কিছুক্ষণ মিলিত হোক চার চোখ
কিছুতো হোক
কিছুতো হোক
এখনো যে অপেক্ষায় খাড়া
উপোষী চার ঠোঁট !
১৩ ই জুলাই, ২০২২ ভোর ৪:৩৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
এম ডি মুসা বলেছেন: লিখেছেন ভালোই শুভ কামনা রইলো
১৩ ই জুলাই, ২০২২ ভোর ৪:৩৭
স্প্যানকড বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা রইল। ধন্যবাদ।
৩| ১২ ই জুলাই, ২০২২ রাত ১০:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বরাবরের মতোই সুন্দর কবিতা।
শুভেচ্ছা জানবেন ঈদ উল আযহার।
১৩ ই জুলাই, ২০২২ ভোর ৪:৩৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। ঈদ মোবারক । ভালো থাকবেন এবং সুস্থ থাকুন এই কামনা করি সব সময়।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
এম ডি মুসা বলেছেন: লিখেছেন ভালোই