নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মইরা যাচ্ছি ।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৩

ছবি নেট ।

এ সমাজের নোংরামির গল্প কথা যা খুব জোরেশোরে এগিয়ে যাচ্ছে।
শিকড় সহ উপরে ফেলা ও তো যাচ্ছে না।
পথ আছে পথিক আছে কিন্তু নাই সঠিক রাস্তা !

সত্য ন্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে
অথবা
পেরেক ঠোকা যীশুর মতন লটকে আছে।
মুখে কোন কথা নাই শুধু চিহ্ন রেখে যাচ্ছে
রক্তের স্রোত আছে
আছে তীব্র ক্ষত আর ক্ষরণ।

জানি,
এসব কবিতা তোমাদের অত টানে না
কিন্তু শরীর নিয়া খেলতে তোমরা বেশ পটু।
এ খুব সত্যি !
এইজন্য কেউ কেউ হয়তো তোমাদের পছন্দ করে কেউ একদম না।

শরীর মিললেও ভেতরে একটা খা খা হলুদ রোদ্দুর ঠিকই ঘুরেফিরে আসে।
আসলে এ শতাব্দীতে শরীর আর অর্থ মুখ্য।
ওসব প্রেম কিতাবে সোশ্যাল মিডিয়ায় ঠাসা সীমাবদ্ধ।

কিন্তু আমি তো জানি,
প্রেমের খিদা মরে না কোনদিন
আজও আমাকে মাইরা খাইল শালার প্রেম চু*মারানি !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

প্রেমকে যা যা দিয়ে রিপ্লেস করা হয়েছে, ভবিষ্যৎ'এ ঐসব জিনিসকে কি দিয়ে রিপ্লেস করা হবে?

১৮ ই জুলাই, ২০২২ ভোর ৫:৪৬

স্প্যানকড বলেছেন: প্রেম শরীরের ভাষা হয়ে গেছে। সামনে এসব প্রেম ট্রেম শুধু হরমোন এর চাহিদা মিটানো ছাড়া আর কিছুই বলে বিবেচিত হবে না। হয়তো সংখ্যালঘু বোকারা প্রেম প্রেম করে মরবে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

২| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা বেশ হয়েছে কিন্তু শেষের শব্দটা পাল্টে দিন। প্রেম রোগ বা প্রেম অসুখ বা এজাতীয় কিছু একটা লিখে দিতে পারেন।

১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:২৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। এ খুব প্রচলিত একটা শব্দ মানুষ তীব্র আনন্দ সুখেও দেয় আবার মেজাজ তীব্র খারাপ হলেও দেয়। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.