নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ঠোঁটে ঠোঁটে ফের বরষা হোক ।

২১ শে জুলাই, ২০২২ রাত ৩:৫৪

ছবি নেট ।

তোমাকে ছুঁতে পারছি না
তোমাকে কইতে ও পারছি না
খুব কষ্ট হয়
চেনা গন্ডির বাইরে পা বাড়াতে
ইচ্ছে হয়।

এ জীবনের হয় না শেষ
যদি থাকো পাশে
যদি হয় প্রেম
যদি ঠোঁটে ঠোঁটে ফের বরষা হয়।

তোমাকে ছাড়তে পারছি না
তোমাকে কাছে রাখতে পারছি না
খুব কষ্ট হয়
তোমাকে তোমাকে করে
সকাল, সন্ধ্যা, রাত হয়
ভেতর ঘরে হাজার কবিতা রচিত হয়।

তোমাকে কেন যে দেখলাম
এখন তো ক্ষুধার্ত বাঘের সামনে দাঁড়াতে
এক বিন্দু লাগে না ভয়
প্রেম তুমি
সাহস তুমি
চুম্বনে চুম্বনে তুমি
কৃষ্ণচুড়ার লাল তুমি
তুমি, তুমি করে আজ জীবন ক্ষয়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২২ ভোর ৪:২১

সোনাগাজী বলেছেন:



বিয়ে টিয়ে করছেন তো? আপনি কি জিং জিং'কে মনের টান ভাবেন?

২১ শে জুলাই, ২০২২ ভোর ৬:৩৫

স্প্যানকড বলেছেন: আজকাল উ্হাই আসল সোনা ! পাত্রী হাতে থাকলে কন তিন পায়ে আছি খাড়া .....।

২| ২১ শে জুলাই, ২০২২ ভোর ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



আমার মন্তব্যের উত্তর খুঁজছেন গুগলে?

২১ শে জুলাই, ২০২২ ভোর ৬:৩৬

স্প্যানকড বলেছেন: মোটেও না। ঘুমিয়ে পড়েছিলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ২১ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

৪| ২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৯

মিরোরডডল বলেছেন:




কবিতাটা ভালো লেগেছে স্প্যানকড ।
কিন্তু ছবিটা ভালো লাগেনি ।
এর চেয়ে সুন্দর কিছু হতে পারতো ।

২২ শে জুলাই, ২০২২ ভোর ৫:৩৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মিরোরডল । ছবি দেয়ার সময় অত ভাবি না যতটা কবিতা নিয়া হয়। ভালো থাকবেন।

৫| ২২ শে জুলাই, ২০২২ ভোর ৪:৩৩

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ কবি...

২২ শে জুলাই, ২০২২ ভোর ৫:৩৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ বড়ুয়া ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.