নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
কইলাম বসি,
উত্তর আসিল
স্বভাব তোমার খারাপ
বইতে দিলে শুইতে চাইবা জনি।
কইলাম উঠি
আসমানে চাঁদ এক ফালি
চলো,
শরীরে মাখি শহুরে ধুলোবালি
উত্তর আসিল,
ছত্রিশ, আটাইশ, আটত্রিশ
চোখে তোমার ঘুরছে সংখ্যাগুলি !
কইলাম দুই কদম হাঁটি
দ্যাখো,
বুড়িগঙ্গা করছে কেমন পাগলামি
উত্তর আসিল
চারপাশে টেনারি
গা গুলিয়ে আসছে বমি !
কইলাম চাইপা যাও
সন্ধ্যেটায় আমার হইয়া যাও
উত্তর আসিল,
ছলাৎ ছলাৎ দুলছে নাও
জলদি পা চালাও।
কইলাম,
দোলাইতে আমিও পারি
একটু খালি ইশারা দাও।
উত্তর আসিল হাসিয়া
চাহিবা মাত্র দিতে বাধ্য
নইতো আমি নোট
ভীষণ অবাধ্য
দেখছ কেমন চওড়া বুক !
২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
২| ২৩ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৯
শেরজা তপন বলেছেন: ক্যাজুয়াল ঠঙে চমৎকার ছন্দবদ্ধ উপলব্ধি
২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ তপন ভাই। ভালো থাকবেন সব সময়।
৩| ২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে। প্রচ্ছদে শাড়ি পড়া নটির সাথে একটা চওড়া বুকের নট দিলে আরও ভালো হতো।
২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সাচু। দিতে তো চায় কতকিছু পরে তো অনেকে হাউকাউ করে শুরু .... তাই মাঝেমধ্যে চাইপা যাই। চাইপা গেলে অবশ্য শান্তি মিলে। সে যাই হোক ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪১
মৌন পাঠক বলেছেন: অনবদ্য!