নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

কোন এক রোমানাকে বলছি....

২৫ শে জুলাই, ২০২২ ভোর ৫:৪৯

ছবি নেট ।

রোমানা,
বাইরে জট চুলা পাগলের মতন নাচছে
আষাঢ় এর জলধারা
কাছে এসো
ভিজবো
নিজেকে আটকাইও না। 

রোমানা,
সব খোল
দুয়ার থেকে জানালা
ভিজে যাক
আলমারিতে নেপ থলিনের গন্ধে
তাজা হওয়া বৈশাখী শাড়ী ।

রোমানা,
খুব ভিজে চলছে
জোড়া কদম
শহুরে ধুলোতে রং বদলে যাওয়া পাতা
উত্তর বংগের কালুর
ফুলে উঠা পেশী
কোঁকড়াচুল, রিক্সার প্যাডেল, ঘন্টা
এমন কি জাম কালো ওর সিনা
আর
কোমরে যতনে রাখা
সস্তা তামাক বিড়ি।  

রোমানা,
জানি ভেতরে তোমার
এরচেয়ে বেশী বর্ষণ
কিন্তু এ যে ভীষণ সত্যি !
ওরা স্রোতে ভাসতে অভ্যস্ত
এ শহর ওসব দেখতে
এমন কি শুনতে ও চায় না।

রোমানা,
জলদি এসো
ভিজবো দুজন
ঠোঁটে ঠোঁটে হোক
পিরিতের রহস্য উন্মোচন
নগদ পাবার আশায় আছি
বাকি ফাকিতে বিশ্বাস রাখি না।

রোমানা,
জলদি এসো
শুকনা মরতে একদম
একদমই রাজি না ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

২| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৯

ফয়সাল রকি বলেছেন: রোমানা.. আহবান শুনতে পান? বেচারা একা ভিজতেও পারছে না। চলে আসুন।

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, রোমানা এখন টিকটক নিয়া ব্যস্ত তাই শুনতে পায় না ! হা হা হা.....ভালো থাকবেন।

৩| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩৩

শাহ আজিজ বলেছেন: অনেকদিন বাদে তোমার হাজিরা পেলাম স্প্যান ।




বৃষ্টিহীন দিনগুলোতে ক্যামনে ভেজো ??

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। কঠিন প্রশ্ন। তয় ভেতর ঘরে যে বৃষ্টি ঝরে উহাতে কিছুটা কাম চলে আর কি৷! ভালো থাকবেন খুব।

৪| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৫

শায়মা বলেছেন: বাহ!!

এক্কেবারেই নির্মলেন্দু গুন কবিতা ভাইয়ু!!!

আসলেই অনেক ভালো হয়েছে। :)

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:০০

স্প্যানকড বলেছেন: আপু লজ্জা পাইলাম কিন্তু ! কোথায় উনি আর কোথায় আমি । তবে এভাবে বললে আরাম পাই। নতুন করে জীবন নিয়ে ভাবতে শুরু করি। ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৫| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৩:৩০

জটিল ভাই বলেছেন:
সিরাম জটিল। প্রথম পাতায় দেখে ভালো লাগলো প্রিয় ভাই।

২৬ শে জুলাই, ২০২২ রাত ৩:৩৭

স্প্যানকড বলেছেন: জটিল বাদ ! ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.