নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তোমারে দেখলে ক্যান এমন হয় ?

২৬ শে জুলাই, ২০২২ সকাল ৮:১৩

ছবি নেট ।

তোমারে দেখলে ক্যান এমন হয়?
ক্যান হয়?

প্রশ্নটা ঘুম থাইকা জাগার পর জ্বালানী ছাড়া চলতে শুরু করে
মাঝ রাতে চাঁদ যখন আসমানে
মাথা ঠেকে বালিশে
তখন ও চলে।

তোমারে দেখলে ক্যান এমন হয় ?
ক্যান হয় ?

প্রচন্ড ভাংচুরের শব্দ
এফ এমে বেজে উঠা সেতার লাগে
তোমার চেয়ে শান্তি
এর চেয়ে আরামের
জগতে বুঝি আর কিছু নাই
সত্যি ,
তোমারে দেখলে 
ভেতর বাহিরে কি যে এক শিরশিরানি
বুক গহিনে
নয়নতারা, বকুল ফোটা শিশির গলা ভোর
মন খারাপের দিন গুলি
ঝলমলে রোদ্দুর।

যা কোন আন্দোলন
মিশিল,
মিলিটারি ক্যু,
এমন কি
কোন দাবি দাওয়া এক চুল ও নড়াতে না পারে।

তোমারে দেখলে ক্যান এমন হয়?
ক্যান হয়?
জীবনডা একটা কাঁটা কম্পাস হইয়া
শুধু তোমার বৃত্ত, রেখা আঁকে।

কতজনই তো আজকাল প্রেম লইয়া ঘুরে
পাশের গলির রুপোলী
রোজই তো লক্ষ্য করি
যার ফিগার দেখে
ফাটা চশমাপরা বুড়া
মরা যৌবন নিয়া খাড়ানোর মিছামিছি কসরত করে
কিন্তু
আমার তো ওসবে কিছুই আসে না
কিছুই যায়না
শুধু তোমার জন্য
ক্যান শইলডা পৌষ মাঘের রাতে ও ঘামে?
ক্যান পরাণডা এতো এতো পোড়ে ?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির ছোঁয়া

২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন খুব।

২| ২৬ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৮

সোনাগাজী বলেছেন:



৬০০ পদ্য একই রকম হয়ে গেছে!

২৬ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৮

স্প্যানকড বলেছেন: হা হা হা.... মুরুব্বি কিতা করমু প্রেমটা যে একই রয়ে গেছে। ভাংতে চাইলে প্রথা আপনিই সবার আগে চিল্লান দিবেন। আমারে উসকানি দিয়া মজা লইতে চান। আমার ৬০০ টা পদ্য কি পড়েছেন ? ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.