নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
কখনো ডান
কখনো বাম
জুইত সই আরাম দেয় রাম !
মাঝরাতে কাঁপি থরথর
সহ্য করি এলোপাতাড়ি কামড় ।
আজকাল প্রেম মানে
শরীরে শরীরে আগুন
ভিন্ন এক রুপকথা !
বলছি ধীরে ধীরে
ওস্তাদ আমি ঠকে ঠকে
কষ্ট লুকাই চোখের কাজলে
ভেসে যাই আসমান বাদলে।
তবুও মাঝেসাঝে
বাবুর হাঁটের লুংগি যায় সোফার কোণে
গোল গলার গেঞ্জি খাটের পাশে
তুমি ভিজে চুলে।
এক ফালি চিকন বারান্দায়
বাঁদুর ঝোলা
পেটিকোট, জল ছাপার ব্লাউজ দেখা যায়
ডিজেল পোড়া বাতাসে
শুকায় দশ হাত কাপড় !
কসম সত্যি,
এলে তুমি বিনা নোটিশে তছনছ ঝড় ।
২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:০২
স্প্যানকড বলেছেন: আচ্ছা আপু পড়মু নে। ভালো থাকবেন খুব।
২| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: পেটিকোট আর লুঙ্গির কবিতা পড়ার পর তছনছ ঝড়ের কারণ বুঝলাম।
মাঝে মাঝে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করবেন।
২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:০৩
স্প্যানকড বলেছেন: হা হা হা... গোসল কি একলা করমু ? না, দুইজনে মিলে কারণ ঝড় এলে দুজনই তছনছ ! ভালো থাকবেন সাচু।
৩| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো, বেশ ভালো।
২৮ শে জুলাই, ২০২২ ভোর ৪:২৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ভাইজান । ভালো থাকবেন খুব।
৪| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: বেশ বেশ।
২৮ শে জুলাই, ২০২২ ভোর ৪:২৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।
৫| ২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:০৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ ব্লগে কবিতা আসছে, ভালো লাগা।
২৮ শে জুলাই, ২০২২ ভোর ৪:৩২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু। আপনি মনে হয় নিয়মিত সময় দেন না। কবিতা কেউ না কেউ লিখে যায়। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
শায়মা বলেছেন: ভাইয়ু নুরু ভাইয়ার পোস্ট পড়ো তারপর চিন্তা করো কোন গাছে উঠবা।