নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
তোমাকে ভালোবাসি
যদিও তোমার ছিল দাবি
ইহা কোন সিনেমার সংলাপ
অথবা
মন ভুলানোর মিছে কসরত।
এখন সন্ধ্যেটা ঝেঁকে বসেছে
ঘরে ফেরার মানুষের ভীড় ক্রমশ বাড়ছে
মাছ বাজার এর বাতির রং বদলে গেছে
মাছির ঘ্যানঘ্যান বিরতিহীন চলছে
ধর্মীয় পোষাকে নানান লোক ঠকানো
কতো যে কারসাজি রাত দিন হচ্ছে
আসলে সবাই ঠকাতে শিখে গেছে
একলা সরকার কে বেহুদা বলি মন্দ বদ !
খুব মনে পড়ছে তোমায়
চায়ের এঁটো কাপটা খাটের নীচে দেখে
গোটা বাড়ি কে মাথায় তুলবে ?
কে আর কবিতার ছন্দ বুনে দিবে ?
মাঝরাতে ফিসফিসিয়ে পিঠ খামচে
ঠোঁটে ঠোঁট ঘষে ঘষে
অমন ফর্সা ভোর কে এনে দিবে?
কেউ নেই তোমার মতো
অদ্বিতীয়
রত্ন দামী
খোদার দিব্যি
তোমাকে ভালোবাসি সত্যি
ভেজাল মেশানো যাতে হয়নি
কোনদিন এক রত্তি।
২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৪
স্প্যানকড বলেছেন: নীচের ঠোঁট ? না, উপরের ? হা হা হা.... ভালো থাকবেন সাবধানে থাকবেন ।
২| ২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০২
অধীতি বলেছেন: অনুরাগের কথা, আহা।
২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৫
স্প্যানকড বলেছেন: ধরে ফেলেছেন দেখছি কিন্তু সে তো ধরতে জানে না। যা খুব মুশকিলে ফেলে দিয়েছে আমায়। ভালো থাকবেন খুব। ধন্যবাদ।
৩| ২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতার সাথে আপনার এবারের দেয়া
ছবিটার দারুন সমন্বয় ঘটেছে! দুটোরই
প্রেমে পরা যায়!
২৮ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। ভালো থাকবেন।
৪| ২৮ শে জুলাই, ২০২২ রাত ৮:০২
কামাল৮০ বলেছেন: ভেজালের দুনিয়ায় আসল নকল চেনা দায়।দাঁত পর্যন্ত ভেজাল।ডাক্তার বললো,দশ বছর আরামে চলবে।তিন বছর পর নকল দাঁত শেষ।
২৮ শে জুলাই, ২০২২ রাত ৯:০০
স্প্যানকড বলেছেন: হা হা হা..... প্রেমেও ভেজাল বেড়ে গেছে। তাই তো কবিতার সনে মজে আছি। ভালো থাকবেন।
৫| ২৮ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
মাঝরাতে ফিসফিসিয়ে পিঠ খামচে
ঠোঁটে ঠোঁট ঘষে ঘষে
এইটুকু বেস্ট
২৮ শে জুলাই, ২০২২ রাত ১০:৩২
স্প্যানকড বলেছেন: হা হা হা...... ঐ টাই তো প্রাণ শক্তি বাঁচায় রাখে বছর এর বছর। ভালো থাকবেন খুব।
৬| ২৯ শে জুলাই, ২০২২ রাত ১:২৩
সোনাগাজী বলেছেন:
আপনার পোষ্টের ফলাফল হবে, দেশের জনসংখ্যা দ্রুত বাড়বে।
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৯
স্প্যানকড বলেছেন: আর উহারা যদি দক্ষ হয় তাইলে দেশ সোনায় ভরে যাবে ! সেদিকে লক্ষ্য করছেন একবার ?? ভালো থাকবেন মুরুব্বি। আপনি বিচক্ষণ ভদ্রলোক ভেবে চিন্তা করে যথার্থই বলেছেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা আর কি পড়ুম ঠোঁট দেখেই তো জ্ঞানহারা।