| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্প্যানকড
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
খুব বেশী কিছু কখনো চাইনি
তোমার আংগুলে আংগুল
শীতের সকাল
রোদ পোহানোর কিছুক্ষণ
মাঝেসাঝে আধুনিক ব্যান্ড
রবীন্দ্র , নজরুল
গরম চায়ে ফু।
খুব বেশী কিছু কখনো পাইনি
তাই শেষবেলায়
অত চেয়ে স্রষ্টাকে বিরক্ত করতে নারাজ
এমনিতেই তাঁর কোন কাজেই আসিনি
তবুও তিনি বড্ড দরাজ
করছি দোয়া
মিলে যাক
তোমার পাশে বসে
কিছু অলস দুপুর
কয়েক লোকমা লংকা-মুড়ি আর চানাচুর।
তোমার সাথে যদি কখনো হয় কথা
চোখের জল মুছতে
লুকাতে ব্যাথা
যদি ছুঁয়ে যায় তোমার হাত
চিবুক, গাল
ওতেই তো পাগল আমি
স্বর্গ নাগাল।
খুব কাউকে চাইনি তেমন
এক তোমাকে ছাড়া
যেদিন তোমার দেখা পেলুম
সেদিন থেকে আমি তোমার
নিজেকে ভুলে গেছি বেমালুম।
ইদানীং ভীষণ দুষ্ট হয়েছে মন
ইচ্ছে করে তোমায়
জাপটে করি আদর
হিরোদের মতন
চিমটি কাটি
যা সেক্সি তোমার কোমড় !
হায় ! মরি
মরি
খুব ইচ্ছে
আলগা হোক ব্লাউজ, শাড়ি ।
প্রেম মানে আগুন
প্রেম মানে ছাই কয়লা ধোঁয়া
বসন্ত ফাগুন
বড্ড কাছে দরিয়া
তবুও সাত জনমের তেষ্টা !
দ্রুত বদলে যাচ্ছে মেঘের রং
ফুঁসছে আসমান
তোমাকে চাই
তোমাকে চাই
গায়েব হোক
দীর্ঘদিনের জমা ঘুম
নাচুক মুর্দা দিল ও।
সময় এসেছে
তৈরী তো
চাবুক তুমি
চাবুক তুমি
থুতনিটা চেপে ধরে
হোক
দুই চার রাক্ষুসি চুমু !
৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
২|
৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৯
সোনাগাজী বলেছেন:
আপনার ব্লগে আসি ছবি দেখতে, আপনি কবিতা লিখে বসে আছেন!
৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
স্প্যানকড বলেছেন: তাই ! হা হা হা... তবু্ও আইসেন। ভালো থাকবেন খুব।
৩|
০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
০২ রা আগস্ট, ২০২২ রাত ৩:০৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।