নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

পাগলী ; জানিছ তো ঠিক ! পর্ব ২

০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১০

ছবি নেট ।

পাগলী,
তুই আসমান
আমি জমিন
হয়না মিলন
কি যে করি
তবুও চালাই জোরাজোরি।

পাগলী,
ভুলে যেতে আমি পারি
তুইও পারিছ
মাঝরাতে তাইলে
ক্যান কাঁদিছ ?
বালিশ শুনে রাজ্যের নালিশ।

পাগলী,
এলে তুই
মেঘ গুড় গুড়
চল না ফের
ভিজি গলি
হই চাকনাচুর।

পাগলী,
কিসের ডর
হাতে বন্দী
নীল জোছনা
মুঠো মুঠো রোদ্দুর।

আয় না কাছে
বস না পাশে
যাক না সময়
চোখে চোখ
শরীরে শরীর 
আহ ! মরি
সুন্দর ! সুন্দর ! সুন্দর !

পাগলী,
রঙ বদলেছে শিমুল, তাল
এমন কি চার দেয়াল !
রোজ ফুটে কাঠ গোলাপ
বুক গহিনে মেলা চাপ
মেলা আলাপ।

পাগলী,
ঠোঁটে দিলে
পাগল হই
নীচে নামলে
কেমনে কই ?

শরম ! শরম ! শরম !

জানিছ না তুই
ছুঁইলে পরে
হিম রক্ত
গরম ! গরম ! গরম !

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: হায় রে পাগলী-
পাগলী- পাগলী- পাগলী
বলে মরী!-

০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৬

স্প্যানকড বলেছেন: এই মরনে সুখ বেশী !

২| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।

৩| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৯

স্প্যানকড বলেছেন: হা হা হা... মনে ধরছে ? ভালো থাকবেন খুব। ধন্যবাদ।

৪| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৫

রানার ব্লগ বলেছেন: পাগলী
তুই বড্ড আগলী
আমাকে রেখে তুই
কারে নিয়া ভাগলি।

০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৮

স্প্যানকড বলেছেন: হা হা হা.... একটা গেলে আরেকটা মিলে... ধর্মমতে চাইরটা। ভালো থাকবেন খুব।

৫| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কবিতার লাইন গুলো আরেকটু বড় আরও বেশি ভালো লাগবে মনে হয় পড়তে। :)

০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৯

স্প্যানকড বলেছেন: বুঝাইয়া কন ঠিক ধরতে পারছি না। ধন্যবাদ।

৬| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৮

জটিল ভাই বলেছেন:
বড্ড সাবধান হয়ে গেছেন দেখছি প্রিয় ভাই!!!

০৯ ই আগস্ট, ২০২২ রাত ১:০৯

স্প্যানকড বলেছেন: কচলাইতে বোরিং লাগে ! ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.