নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

কেউ শোনে না সে শব্দ !

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৭

ছবি নেট।

ভেতরটা খুঁড়ে খুঁড়ে তোমাকেই পেয়েছি
সেখানে ঝর্ণা হয়ে আছো
খুব ধীরেলয়ে চুপচাপ বয়ে চলেছ
টের পাইনি কোনদিন
একটু
একটু ভিজবো বলে
আমি এগুতে লাগলাম পাগল বেশে
এতো তৃষ্ণা কোথায় ছিল এতোদিন ?
প্রশ্নটা বোকার মতন
যদিও করে ফেলা
আসলে তুমি তো আছো
সেই সৃষ্টির শুরু থেকে
বেমালুম ভুলেছিলাম অকাজে।

যেই মিলিত হলাম তোমার সনে
অমনি তুমি বদলে গেলে
অমনি তুমি আকাশ হলে
অমনি তুমি
জোছনা
আমার শুকতারা
জোনাক
আদর চুমু সোহাগ
দুঃখ বিরহ
রাগ অনুরাগ
বেঁচে থাকবার হাতের পাঁচ ।

জানো,
আমি স্থির হতে চেয়েও
বারবার হয়েছি ব্যার্থ
তোমার সনে মিশে মিশে
শব্দ, কবিতা হলো
দুজন
ছুঁটে চলছি হুইশেল বাজিয়ে রেলের মতো
কেউ শোনে না সে শব্দ
আমি শুনি
তুমি শোন
মগজ থেকে নখ অব্দি
সে কি তীব্র ঝাঁকুনি !
তোমার প্রেমে
আজও আমি চিরতরে অন্ধ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা ভালো হয়েছে।

১০ ই আগস্ট, ২০২২ রাত ৩:৪০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। মনে হয় অত ভালো না আর নইলে পাবলিক কবিতা বুঝে না ?? একমাত্র আপনি ভালো বলেছেন। হা হা হা.... ভালো থাকবেন খুব।

২| ১০ ই আগস্ট, ২০২২ ভোর ৪:৪৩

ককচক বলেছেন: ভালো লেগেছে।

১০ ই আগস্ট, ২০২২ ভোর ৬:৪৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৩| ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩১

সেলিম আনোয়ার বলেছেন: অন্ধপ্রেম।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪০

স্প্যানকড বলেছেন: একদম ! ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.