নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
মেয়ে ,
এখনো
মাঝরাতে তুই কাড়িছ ঘুম
প্যাঁচার মতন দশা।
সে তো জানি
এতো সহজেই মিলছে না ওম
দিন দুপুরে বরাদ্দ তাই
দুই পিছ শশা ।
মেয়ে,
আমি ও চাই কাঁপতে
গলতে
তোর সাথে
তোর সাথে
যেমন কাঁপে শিখা বাতাসে
গলে মোমবাতি আগুনে।
উফফ !
আসিছ যদি ফের
প্রেম ছাড়া কি আর হবে বের
জানিছ তো,
ছাড়বো না আর
নামিয়ে দিব সব শালার
কল্লা ঘাড় ।
মেয়ে,
মরছি তোর শোকে
গোটা দেহে শিরশিরানি
বড্ড চিনচিন
ব্যাথা বুকে।
মেয়ে,
সদা রাখিছ চোখ
ও চোখের খিদা ভীষণ কড়া !
জানে কিন্তু এ হতচ্ছাড়া।
মেয়ে,
হচ্ছে খুব ভুল
গোলাপ অত টানে না
তুই যে বুনো ফুল !
ও মেয়ে !
তুই সেই নিয়তি
যার জন্য সুঠাম দেহে ছটফটানি।
১০ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০১
স্প্যানকড বলেছেন: সব সময় ধইরা রাখলে কাম কাইজ তো বন্ধ হইয়া যাইব ! বুঝেন নাই ব্যাপারটা । ভালো থাকবেন। ধন্যবাদ।
২| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৭
ইমরোজ৭৫ বলেছেন: মেয়ে একটি সুন্দর জাতি।
১১ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪২
স্প্যানকড বলেছেন: অবশ্যই একদম। ধন্যবাদ।
৩| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
মেয়ে নিয়েই আপনার কর্ম।
১১ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪৩
স্প্যানকড বলেছেন: একদম। আপনার কি উলটো ?? ভালো থাকবেন।
৪| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৬
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কবিতা খুবই সুন্দর।
কিন্তু এই ছবিতা এঁকেছে কে?
সেই শিল্পীর নাম জানতে চাই আর আরও ছবি দেখতে চাই।
কবিতার সাথে সাথে আমি ছবিতা দেখেও মুগ্ধ!
১১ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ রাজকন্যা ! ছবির নীচে উনার স্বাক্ষর আর তারিখ দেয়া আছে কষ্ট করে জুম করে দেখে নিবেন প্লিজ। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৭
রানার ব্লগ বলেছেন: মেয়ে তুই
বহুত প্যাচাল পারিস
মেয়ে তুই
ধরিস আবার ছাড়িস