নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
গতরাতে মাছের কাটা দাঁতের মাড়িতে ঘাই দিছে। হালার পুতরে বাইর করছি ঠিকই কিন্তু মাড়ির তো রফাদফা ! ফুলে গেছে। রাতভর চিনচিন ব্যাথা এ পাশ ও পাশ। অফিসে ফোন দিব ভাবছিলাম পরে করা হয়নি। কে কিভাবে নেয় ? দুই একজন জানি নিশ্চিত বলে বসবে মাছটার লিংগ কি? মানে পুরুষ? না, নারী ?
সে যাই হোক সকালে লাল চোখে দাঁত ব্রাশ করতে যেয়ে দেখি রক্ত বের হচ্ছে। এরপর ব্রেকফাস্ট করতে যেয়ে দেখি ঐ পাশ একদম অকেজো। অন্য পাশের দাঁত ব্যবহার করতে হলো। কি এক মুশকিল !
মা হাসে আর কয় " যত মুশকিল তত আশান ! " আমার তো মেজাজ চ্যাতে সপ্তমে। মা এক গ্লাস লবন মেশানো গরম জল এনে বলল কুলি কর আর প্যারাসিটামল নে। কিছুটা ব্যাথা কম লাগবে। কি আর করা ??
অফিসে যেয়ে চুপ করে নিজের রুমে বসে রইলাম। গালের উপর দিয়ে মাড়িতে চাপ দিলাম একটু আরাম লাগলো পরে আবার সেই ব্যথা! উফফ! অসহ্য !
পিয়ন কে ডাক দিয়া কইলাম পুরা এক জগ ভরে গরম পানি আর নুন দিয়া যাও। পিয়ন সামাদ মিয়া হাসি দিয়া কইল জ্বি আইচ্ছা স্যার , আরো কিছু লাগব স্যার? আমি কইলাম যা বলছি তা কর এত কথা কও ক্যা ? এ এক আজব মানুষ ধমক গালি দিলেও হাসে আবার একটু নরম সুরে কথা কইলে কাঁদে। ওর গল্প আরেক দিন বলব।
নুন মেশানো গরম জল থ্যারাপি করলাম অনেকক্ষণ। প্রথমে মাড়িতে কামড় দিয়া ধরছে পরে সহ্য হয়ে গেলো। তখন উপলব্ধি করলাম আসলে দুখ জিনিস টা একটা সময় সহ্য হয়ে যায়।
এমন সময় সিনিয়র এক বন্ধু ফোন দিল। যার নাম অরুন। আমি অরুন দা বলি। বিবাহিত ব্যাচেলর। প্রথম স্ত্রী বিদেশি ছিল। পরে ডিভোর্স ! সেই ঘরে এক মেয়ে। এখন মায়ের সাথে প্যারিস আছে। উনার দ্বিতীয় স্ত্রী ছিল দেশী। সেও চলে গেছে এডলিন আর দাদা কে ছেড়ে। বৌদির ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। অনেক চেষ্টা করেছেন দাদা। কাজ হয়নি হায়াত না থাকলে হয় যা।
দাদা প্রায় তিন মাস বৌদির শোকে বাচ্চার মতো আচরণ করেছেন। উনার এক দিদি আছেন। এখন উনি এডলিন এর দেখাশোনা করেন।
উত্তরাধিকার সুত্রে ঢাকা শহরে সাড়ে পাঁচ কাঠার মতো জায়গাটা পাওয়াতে আর চার তলা বাড়িটা কমপ্লিট করতে পেরেছেন বলে টিকে আছেন। নইলে গ্রামে যা ছিল আর জমানো টাকা পয়সা সবই ক্যান্সার নিয়ে নিছে।
এগুলা ভাবতে ভাবতে মাড়ির ব্যাথার কথা কিছুটা ভুলেই গেছিলাম।
১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:২১
স্প্যানকড বলেছেন: এতোটাই নিশ্চিত ! হা হা হা....
২| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওটা পুরুষ মাছ।
১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:২২
স্প্যানকড বলেছেন: এতোটাই নিশ্চিত ! হা হা হা... ভালো থাকবেন।
৩| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৮
কিশোর মাইনু বলেছেন: মাছের লিঙ্গ কীভাবে বের করা যায় জানেন কি? আপনার পোষ্ট শুনে মাথায় আসল প্রশ্ন টি।
পিয়ন সামাদ মিয়াকে Interesting ক্যারেক্টার মনে হচ্ছে। তার গল্পের অপেক্ষায় রইলাম।
দুঃখ জিনিসটা একসময় সহ্য হয়ে যায়। হুমমম। হয়তো, হয়তো।
এডলিন কি অরুণদার মেয়ের নাম? ব্রেস্ট ক্যান্সারে ও মানুষ মারা যায় জানতাম না। ক্যান্সার মাত্রই যে মৃত্যু-ঘাতী সেটা ভুলে যায় মাঝে মধ্যে। এখন কি অবস্থা অরুণদার?
মাড়ির এখন কি অবস্থা? ব্যাথা গিয়েছে?
৪| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪২
স্প্যানকড বলেছেন: মাছের লিংগ নিয়া ভাবি নাই কখনো ? আসলে ক্যামনে জানা যায় ? জানা উচিত সকলের। এতো এতো মাজার তরকারি হয় মাছের অথচ জানতেই পারলাম না খাইলাম কি পুরুষ? না, নারী ? সামাদ অদ্ভুত সুন্দর ভালো লোক ! বৌদির রোগটা বেড়ে আরো অন্যদিকে চলে যায়। হুম, এডলিন অরুনদার মেয়ে। এখনো চিনচিন ব্যথা। ব্যথা কি আর কমে দিন কে দিন বাড়ে ! অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
৫| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৫
কামাল৮০ বলেছেন: কি মাছের কাঁটা আপনাকে এমন কষ্ট দিলো।
১৫ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৫
স্প্যানকড বলেছেন: কই মাছ ! বড় কষ্ট পাচ্ছি..... ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১:০০
মামুinসামু বলেছেন:
মাছের কাঁটা দাঁতে বিধিলো
কেহ সাথে না থাকিলো
সান্ত্বনার কথা কেহ না কহিলো
ভাল কেহ না বাসিলো
Be happy
১৬ ই আগস্ট, ২০২২ রাত ২:৫৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। দুনিয়ার নিয়ম এইটা বিপদে কেউ পাশে থাকে না। ভালো থাকবেন।
৭| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১:২০
ককচক বলেছেন: অন্যের দুঃখকষ্ট দেখলে, শুনলে নিজের দুঃখকষ্ট কিছুটা দূর হয়। দুনিয়ার কত মানুষ কত ধরনের সমস্যায় আছে!
১৬ ই আগস্ট, ২০২২ রাত ২:৫৬
স্প্যানকড বলেছেন: হুম, একদম সত্যি !
৮| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৬
লিংকন১১৫ বলেছেন: তাই বলে ব্লগে এভাবে দুঃখ ভাগা ভাগি করবেন এটা ঠিক নয় ।
১৭ ই আগস্ট, ২০২২ রাত ৩:১২
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! জানানোর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। প্রতিদিন এত দুঃখের খবর অনলাইনে আসে দেখেন পড়েন সেখানেও কি এমন মন্তব্য করেন ?
৯| ১৭ ই আগস্ট, ২০২২ ভোর ৪:১৩
মামুinসামু বলেছেন: একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,
গেলাম ভজনালয়ে ভজন কারণে !
দেখি তথা এক জন, পদ নাহি তার,
অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার,
পরের অভাব মনে করিলে চিন্তন
নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ?
কৃষ্ণচন্দ্র মজুমদার
২০ শে আগস্ট, ২০২২ রাত ২:২৬
স্প্যানকড বলেছেন: হুম, একদম সত্যি ! ভালো থাকবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মাছটা পুরুষ ছিল।