নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
ইদানীং,
কবিতা লেখার মতন মজবুত বিষয় খুঁজে পাচ্ছি না
অথচ
চারপাশ জুড়ে কত কবিতা !
কত শব্দ !
কত নত মুখ !
নত শির !
রোজই তো দেখছি
ওদের সনে উঠাবসা, হাঁটছি, দৌড়াচ্ছি
ওদের চোখে চোখ রাখতে
আজকাল লজ্জা হয়
সাথে থাকে মেঘ জড়ো ভয়
দাউ দাউ আগুন বুকে
তবুও
ওরা কি অদ্ভুত দিচ্ছে হাসি !
সংসার করে
বছর বছর বাচ্চার বাবা-মা হয় !
আমার কিছুই হয়না
সেই কাঁচাপাকা দাড়ি
ফ্যাকাশে একখান চেহারা
একই জামায় তিনদিন চারদিন
ঘামের সাথে নিত্য সহবাস।
ভেবেছিলাম পথিক হবো
অর্ধেক রাস্তায় এসে হাঁপিয়ে গেছি
ভেবেছিলাম প্রেমিক হবো
হতচ্ছাড়া প্রেম টিকেই না !
ভেবেছিলাম শব্দ শ্রমিক হবো
হায় ! আফসোস
শব্দগুলি যে দ্রুত ফুরিয়ে যাচ্ছে
ছন্দ গুলি
কর্পুরের মতো হাওয়ায় উড়ছে
যেন ওদের যমে ধরেছে।
কবিতা,
আরেকটু পাশে হাঁটো
তুমি ছাড়া আমার নেই কেউ
শুকনো বুকে মেলা চলছে ঢেউ
আরেকটু ভাবনায় মারো
মাঝরাতে ঠোঁটে লাগুক গরম বিড়ির ছ্যাঁক।
কবিতা,
এনে দাও
আরও কিছু শিশির ভেজা ভোর
আরও দুই চার সুর্যাস্ত
তালুতে হোক বন্দী কিছু রোদ্দুর ।
কবিতা,
মেলা ছন্দ এখনো যে রয়েছে বাকী
সবুর কর ! সবুর কর !
দাঁড়াও কিছুক্ষণ
ওসব মিলিয়ে তবেই না হয় চোখ বুজি।
২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
২| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৭
পোড়া বেগুন বলেছেন:
কঠিন কঠিন কথা। তবুও সুন্দর।
২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৬
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
৩| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩০
মিরোরডডল বলেছেন:
কে বলেছে হয়নি !
আমাদের স্প্যানকড একই সাথে পথিক, প্রেমিক এবং শব্দ শ্রমিক ফুল প্যাকেজ ।
এই পথিকের জন্য একটি পথের গান ।
২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩১
স্প্যানকড বলেছেন: আহা ! এমন করে কেউ বলেনি ! হা হা হা। আপনি কিন্তু ঋনী করে দিচ্ছেন কেমনে শোধ দিব সে ভাবনায় চিন্তায় মরি। খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ সুন্দর একটি গান আমাকে উৎসর্গ করার জন্য।
৪| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১০:০১
অধীতি বলেছেন: বাহ, অনিন্দ্য!
কবিতার সাথেই তবে প্রেম হোক।
২১ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ অধীতি। ভালো থাকবেন খুব।
৫| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার কবিতা।
২১ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। বাই দ্যা ওয়ে আমি যদি ভবিষ্যতে আমার কোন এক কবিতার উপর কিছু নির্মান করতে চাই সেক্ষেত্রে আপনি কি কোন সাহায্য করতে পারবেন? যেহেতু মিডিয়ায় আপনার পরিচিত অনেকে আছেন তাই বলা আর কি। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতাটি পছন্দ হয়েছে। +