নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সেই আছি ....!

২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৫

ছবি নেট ।

রোজ সকালে আয়নার সামনে
ঠেলেঠুলে দাঁড় করাই নিজেকে
যেন কাঠগড়ায় কোন আসামী
চোখে চোখ পড়তেই জেরা শুরু
কেমন আছো ?
অভ্যাস বশত বেরিয়ে আসে
আলহামদুলিল্লাহ 
পরক্ষণেই উচ্চারিত হয়
সত্যি !

ঠিক থাকে না তখন কিছুই
মনে হয় চারপাশে বিশাল জলরাশি
ডুবে ভিজে গলে
ফের প্রশ্ন করি
স্রষ্টা কোথায় তুমি ?
সাওয়াল নেই
জবাব নেই
ব্যাস জেরা খতম
ঠোঁটে বিজয়ের হাসি
আহ ! শান্তি।

গলির টং থেকে ভেসে আসে হুল্লোড়
রাজনৈতিক কথোপকথন
ডিম পোচ, পরোটা, দুধ চিনির চা
মানুষের গরম নিঃশ্বাস, ডিজেল পোড়া বাতাস
সকল যানে নানান কিসিমের প্যাসেঞ্জার
বাহ কতো আয়োজন !

কদাচিৎ আসি ছাদে
মাগনা রোদ লাগাই
আসলে রোদই আমারে লাগায় !
দড়িতে ঝুলন্ত
মানুষের পোষাক
জানি না কত কার মাপ ?
ফিক্সড সাড়ে তিন হাত !

রাত দ্বিপ্রহরে শুনশান গলি
সাঁতরে ফিরে কিছু স্মৃতি
মূঠোফোনে পুরনো সেই গান
নতুন নতুন আশা
আরো একটা ভোর
আরো কিছু হাসি কান্না
ধুলো মাখা চেনা সংগ্রাম
নত শিরে ছুটে মরা।

আংগুলের চিপায় বিড়ির আগুন
নিয়ন পোড়াতে পোড়াতে
নাইট গার্ড ঝিমায়
রাত জাগে না প্যাঁচার মতন ।

ঘড়ির কাঁটার ঠকঠক
খাটের ক্যাচক্যাচ
চার ঠোঁটে চুক চুক
হা হা হা
সেই আছি মাদারচোদ !








মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৬

শাওন আহমাদ বলেছেন: ভালো লিখেছেন। স্রষ্টার মতো করে স্রষ্টাকে খুজুন সব পেয়ে যাবেন ইনশা-আল্লাহ।

২| ২৭ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৪

স্প্যানকড বলেছেন: উনি আছেন উনার মতন আমি আমার মতন। উনি সব সময় আছেন সর্ব অবস্থায় সব জায়গায়। ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ২৭ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৫

কামাল৮০ বলেছেন: স্রষ্টা সাত আসমানের উপর আরশে বসে পা দোলাচ্ছে।শেষ শব্দটা বিহারিরা বলে।আর সিভিলিয়ান না আর্মিরা বলে।

২৭ শে আগস্ট, ২০২২ রাত ৯:২১

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! চলছে তো তাতেই খুশী । ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.