নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হাত বাড়ালে যায় না ছোঁয়া !

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩১

ছবি নেট ।

জয়নুল চোখ ডলতে ডলতে তিন ব্যাটারির টর্চের আলোতে আস্তে করে দুয়ার খোলে যাতে সে শব্দে পাশের ঘরে ঘুমন্ত অসুস্থ মায়ের ঘুম যাতে না ভাংগে।

গোটা গ্রাম শুনশান উত্তরের হাওয়া বইতে লাগছে। টিনের চালে গাছের পাতা ঝরে পড়ছে সাথে শুকিয়ে যাওয়া বড়ই। সে এক অন্যরকম শব্দ করে চলছে আর নীচে গড়িয়ে পড়ছে মরা বড়ই। মাটি থেকে জন্ম মাটিতে মিলায় অনেকটা অমন ! 

ঘরের চৌকাঠ পেরিয়ে উঠোনে পা ফেলে টের পায় জয়নুল সারা রাত শিশির পড়ে মাটির গা বেশ নরম ভিজে আছে। রান্না ঘরের চুলার কাছে ঘুমিয়ে আছে লালু। কুকুর টা মেলাদিন ধরে আছে। ওদের পরিবারের আরেক সদস্য।

জয়নুল টর্চ মারতেই লালু একবার চোখ মেলে তাকায় এরপর ঘুমানোর ভান ধরল অথবা চেনা মানুষের শরীরের গন্ধে অচেনা কিছুই ঠেকে না। জয়নুল সামনে পা বাড়ায়। লালু এ পাশ থেকে ও পাশে গড়ায় ... ।

---- চলবে...

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

রানার ব্লগ বলেছেন: চলুক - - - -

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:০৭

স্প্যানকড বলেছেন: ইন শা আল্লাহ। চলবে। ভালো থাকবেন খুব।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

কামাল৮০ বলেছেন: আরেকটু বড় হলে ভালো হতো।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:০৮

স্প্যানকড বলেছেন: সময় পাচ্ছি না তেমন লেখার জন্য। ভীষণ ব্যস্ত আছি। ভালো থাকবেন খুব। ধন্যবাদ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: পরবর্তীর অপেক্ষায় থাকবো। আশা করি আপনি ভালো আছেন।

শুভকামনা জানবেন।

- দেয়ালিকা বিপাশা

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:০৯

স্প্যানকড বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৩

অপ্‌সরা বলেছেন: জয়নুল কই যায়!

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:১০

স্প্যানকড বলেছেন: জয়নুলের যাত্রা শুরু.... ভালো থাকবেন আপু।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্প্যানকড ভাই এইডা কিছু হইলো? আমি ছবি দেখে ভাবলাম বরাবরের মতো কবিতা;
কিন্তু আপনিতো গল্প ফেঁদে বসেছেন!
হাত বাড়ালে কেনো ছোঁয়া যাবেনা?
আমিতো মো্বাইল স্ক্রীনেই ছুঁয়ে দিলাম!
জয়নাল কী হরিণ ধরতে গেলো?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:১১

স্প্যানকড বলেছেন: অনেক কিছু ছোঁয়া যায় না শুধু অনুভূতির সনে ভেসে বেড়ায়। জয়নুল কিছু একটা অবশ্যই ধরতে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৮

অপু তানভীর বলেছেন: একটু যেন জলদিই শেষ হয়ে গেল ! আরও লেখা হোক !

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:১২

স্প্যানকড বলেছেন: ইন শা আল্লাহ। ভালো থাকবেন অপু ভাই। ধন্যবাদ।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭

মিরোরডডল বলেছেন:




অন্য লেখা না দিয়ে এটা আগে শেষ করবে ।
নেক্সট পর্ব খুব বড় না হলেও এতোছোট লিখবে না ।
কাহিনীর ভেতরে যাবার সুযোগতো দিতে হবে !



২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৪৭

স্প্যানকড বলেছেন: ওকে মনে থাকবে উপদেশ। ধন্যবাদ, ভালো থাকবেন।

৯| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

মিরোরডডল বলেছেন:




এই লেখাটা চলবে বলে আর কনটিনিউ করা হয়নি।
হবে না?

এরকম লিখলেতো মাঝে মাঝে একটা চেঞ্জ আসে।
স্প্যানকড গল্প কেমন লিখে সেটা আর জানা হলো না।

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

স্প্যানকড বলেছেন: স্প্যানকড বহু কিছু করে বহু কিছু ভাংগে গড়ে। মেয়ে আমার সব দিকে চোখ রাখে যেন বিয়া করা বউ ! নুরু ভাই এর কমেন্ট পড়ে ভেতরটা ছ্যাৎ কইরা উঠলো। ভালো থাকবেন নুরু ভাই। সত্যি মিস করি আপনাকে। গল্প লিখতে আলসেমি লাগে।

১০| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

মিরোরডডল বলেছেন:




নুরুর কমেন্ট দেখে আমারও মন কেমন করলো।
২২ সেপ্টেম্বর মানুষটা জানতো না যে এক মাস পর ২৯ অক্টোবর পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হবে!
মানুষের জীবন কত তুচ্ছ।
আর সেই জীবন নিয়ে মানুষের কত অহংকার!
খারাপই লাগলো।

আলসেমি লাগলে সিরিজ লিখবে না কিন্তু শুরু করে অফ হয়ে যাওয়া ঠিক না।
যারা গল্প ভেবে পড়লো, তাদের সময় নষ্ট হলো।

তাহলে নেক্সট সিঙ্গেল গল্প লিখবে যেটা এক পর্বে শেষ।

১১| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৯

স্প্যানকড বলেছেন: ইশ ! কত কাম করাইতে চায় । ক্যা করমু ? পেট পালার পর যেই সময় থাকে তা কবিতা নেয়। এরপর গল্প লিখতে গেলে কি হইব বোঝতাছ? নাওয়া খাওয়া ঘুম সব আসমানে। নীচে নামবে না। এরপর প্রেমট্রেম করমু কখন ? হুম, শুনি। অস্ট্রেলিয়া থাকলে হইত সব হা হা হা... :)

১২| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আহারে ,

ব্লগে নতুন পোস্ট থাকলেও পুরাতন পোস্টে এসে মন্তব্য করে যাচ্ছে !!


আহা

ভাই এরপর থেকে মনে রাখবেন

লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না :P :P

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪০

স্প্যানকড বলেছেন: আয়না দেখলেই ভেতর মোচড় মারে ! সত্যি।

১৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইশ ! কত কাম করাইতে চায় । ক্যা করমু ? পেট পালার পর যেই সময় থাকে তা কবিতা নেয়। এরপর গল্প লিখতে গেলে কি হইব বোঝতাছ? নাওয়া খাওয়া ঘুম সব আসমানে। নীচে নামবে না। এরপর প্রেমট্রেম করমু কখন ? হুম, শুনি। অস্ট্রেলিয়া থাকলে হইত সব হা হা হা... :)

নাহ মিয়া ভাই , আপনার মধ্যে খাদ আছে । এইভাবে কৈলে তো যে কেউ ধুন্ধুমার লাগিয়ে দিতো কথা রাখবার জন্য । যান যান , এক্ষুণি শুরু করুন !

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪২

স্প্যানকড বলেছেন: ইশ ঠ্যাকা পড়ছে ! জ্বলতে জ্বলতে যে মোমবাতি নিভে গেছে তার আর লাভ নেই পুনরায় বিষ টেনে। ভালো থাকবেন।

১৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১০

মিরোরডডল বলেছেন:




নির্বটা একটা হিংসুক।

এখনও কবির একশো একটা পোষ্ট আছে না পড়া।

যেগুলো নির্বরও পড়া উচিত।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

স্প্যানকড বলেছেন: তুমি পড়লেই আমার চোখ ভিজে যায়। ভেতর করে হায়! হায় ! হা হা হা..

১৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হিংসে ?

আমি ?

একদম না ,

একটা হাহুতাশ আরকি । আহা কী সুন্দর করে সেই প্রাগৈতিহাসিক সময়ের পোস্ট খুঁজে খুঁজে পড়ছে ।

নাহ এই রাজকপাল সবার হয় না ।

তো কবি কী লজ্জাবতী হয়ে গেল নাকি ?

ভালো ভালো উন্নতি হচ্ছে !!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

স্প্যানকড বলেছেন: লজ্জার চেয়ে ভয় বেশী প্রেম মিলছে বেহিসেবী! হা হা হা....

১৬| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪০

মিরোরডডল বলেছেন:




কি আশ্চর্য, আজ নির্বর কথাগুলো সব শুভর মতো লাগছে কেনো!!

১৭| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কি আশ্চর্য, আজ নির্বর কথাগুলো সব শুভর মতো লাগছে কেনো!!

হাহাহাহাহাহাহাহা,

ধাঁধাঁর থেকেও জটিল সবই , প্রেমের থেকেও স্পষ্ট
সব কিছু নিভৃতচারী , বাকীটা একদম ভ্রষ্ট !!

১৮| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

স্প্যানকড বলেছেন: ভাল লাগছে শেষের কথাগুলো । ধন্যবাদ কমরেড । ভালো থাকবেন খুব।

১৯| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আয়না দেখলেই ভেতর মোচড় মারে ! সত্যি।

তাই ?

এটা বড়জোর ৬ মাস এরপর সব শেষ একদম ফানুসের মত মিটিমিটি জলে হারিয়ে যাবে এই আবেগ !

আচ্ছা আয়না নিয়ে একটা কবিতা লিখুন । আয়নায় দেখলেই একটা কাঁধ পর্যন্ত চুলের ৫ ফুট ৪ কী ৬ ইঞ্চির উচ্চতার মেয়ে একদম শান্তিনিকেতনী ধাঁচের শাড়ি পরে ঘাড় কাত করে হাসতে দেখা যায় । সে কী আয়না বন্দি কোন পুতুল নাকি কোন দৃষ্টরজা !!

হাহহাহাহাহাহাহাহাহা ।

ফেঁসে গেছেন কবি । এই ধুলোচর পৃথিবীতে দম বন্ধ হয়ে বাঁচবার জন্য তৈরী হোন । অবশ্য আপনি শ্বাস নিয়েছেনই বা কখন !!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৭

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! এতো জলদি যাচ্ছে না মনে হচ্ছে এ রোগ। কেউ ফাঁসায় কেউ ফাঁসে কেউ কাঁদায় কেউ হাসে। কিচ্ছু করার নাই। নিয়ম হয়ে গেছে। থাকুক এ রোগ শোক। অনেক কবিতা লেখা হয়েছে সামনে আরও হতে বাকী। ভালো থাকবেন। ধন্যবাদ।

২০| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইশ ঠ্যাকা পড়ছে ! জ্বলতে জ্বলতে যে মোমবাতি নিভে গেছে তার আর লাভ নেই পুনরায় বিষ টেনে। ভালো থাকবেন।

কী ? কী ? কী ?

তাই নাকি ?

হাহাহাহাহা , আমাকে এসব বলতে এলে হবে ? আমি আপনার পুরো মন বুঝতে পারছি । কী চলছে আপনার স্বাপ্নিক দুটো চোখের পেছনে ।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৮

স্প্যানকড বলেছেন: তাই নাকি !

২১| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: লজ্জার চেয়ে ভয় বেশী প্রেম মিলছে বেহিসেবী! হা হা হা....

কিসের ?

চাঁদ সাগরের ছবি সাঁটানো কোন আইডি থেকে যদি আর মন্তব্য না আসে তার ?

এই ভয়টা একদিন সত্য হয়ে যেতে পারে !

খুব দ্রুত !!

আচ্ছা কখন থেকে যেন প্রেম শুরু ?

ধুর এর হিসাব তো রাখা হলো না !!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫০

স্প্যানকড বলেছেন: সত্য মেনেই পথ চলি। যে জীবন ফড়িং এর তার আর দু:খ কিসের ! ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.