নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সে ছিল হলুদ রানী !

২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

ছবি নেট ।

ডিভোর্স পেপারে স্বাক্ষর দেবার সময় মেয়েটি কান্না জুড়ে দিল
অমন কান্না সে আগেও করেছে
তিন কবুল
তিন কুল ছাড়ার পরে
গোটা শরীর নিয়ে পুরুষটি যখন ঘেমেছে
তখনও কেঁদেছে বাসর ঘরে।

মেয়েটি পুরুষটির সনে কোন এক শীতে
গ্রামে গিয়েছিল
সর্ষে ফুল গুঁজে
কানের কাছে মুখ এনে পুরুষটি বলেছিল,
" আমার হলুদ রানী  "
বেলা পড়ার সময় বাঁশে ঘেরা রেস্টুরেন্টে
সিংগারা, গরম চা ফু দিয়ে দিয়ে শেষ করে
তবেই শহরে দুজন ফিরে 
রাতে যখন বিছানায় আসে
পুরুষটি পিঠে হাত বুলিয়ে
কামসুত্রের নানান আসন নিয়ে কথা তুলেছিল
নীচু স্বরে।

জল ঝাপটা দিয়ে বাথরুম ছাড়ে
কোর্টের বারান্দা চৌকাঠ পিছনে দূরে
হাঁটছে মেয়েটি
রোদের নেই তেজ 
এ ফোর সাইজের ডিভোর্স পেপার ব্যাগে 
মেয়েটি এগুচ্ছে রেল লাইন বরাবর
থেঁতলে গেছে ঝুলে পড়া স্তন,
কাটা পড়েছে বাড়তি মেদ জমা
নিতম্ব, কোমড়
পুরুষটির নতুন পার্টনারটির শরীর জবরদস্ত!
লোকাল দৈনিক ছাপেনি সেই খবর !


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

ফুয়াদের বাপ বলেছেন: কষ্ট গাঁধা কাব্য কথন। পেপার হাতে সমাজের শিরায় শিরায় ছড়িছে আছে কত-শত কাটা-ছেঁড়া শরীর। কষ্টাবেগী কাব্যর জন্য শুভেচ্ছা কবিকে...

২| ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। সমাজ এখন কাঁটা ছেড়ার মধ্য দিয়ে যেতে যেতে নর্দমা হয়ে গেছে যা খুব সত্য ! ভালো থাকবেন খুব।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৫

শেরজা তপন বলেছেন: বিয়ে করে যারা শুধু শরির আর রূপ খুঁজে বেড়ায় তাদের কপালে কষ্ট থাকে।

ভাল লেগেছে আজকের কবিতা।

২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৪৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কবিতা লেখা শিখাতে কোন সম্মানী নেন ?

২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৩০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। কেন এভাবে বলছেন? আপনি অনেক ভালো লিখেন।ভালো থাকবেন।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৮

বাকপ্রবাস বলেছেন: সুন্দর ম্যাচিউরড কবিতা

২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৩১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.