নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হিস্যাদার !

০১ লা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

ছবি নেট ।

শিশুটি মাথার উপর ছাদ বলতে জানে
এক বিশাল আসমান
চার দেয়াল বলতে কিছুই যে নেই ওর
অমন সত্য নিয়ে হচ্ছে বড়
যদি ও প্রশ্ন করে
আমার মাথার উপর নেই কেন ছাদ?
আমার নেই কেন চার দেয়াল?
কি জবাব দেব আমরা?
কি হতে পারে এর উত্তর?
সরকার জানে এ বলে কেটে পড়া
নাকি,
স্রষ্টার সৃষ্টি তুমি
সুতরাং তিনি গড়ে দিবেন সব
সমস্ত দায়ভার তাঁর !
ছিঃ! কত নির্লজ্জ আমরা
কতটা মুখোশ নিয়ে রাত ভোরে জেগে উঠা।

শিশুটি জানে না
কতটুকু দেশের অংশ সে
কতটুকু দরকারী বেঁচে থাকা
যদি সে ভুলে কোনদিন প্রশ্ন করে
আংগুল তুলে
বেড়িয়ে পড়ে সমস্ত সড়কে
ছিঁড়ে ফেলে সংবিধানের সমস্ত পাতা
কি করব আমরা?
জেলে ভরে কফিতে চুমুক
মেরে ফেলো সব কটাকে
যত্তসব ফকিন্নি ছোটলোক!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

কামাল১৮ বলেছেন: তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেয়া হোক।সেখান থেকে সে শিখে আসবে।সৃষ্টি কর্তাই তাকে এমন করে সৃষ্টি করছে এবং এই বিষয়ে।প্রশ্ন করা নিষেধ।

০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩০

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! সে সুযোগ ও অনেকের নেই। সৃষ্টি কর্তার যেমন ইচ্ছে তেমন করে আমরা একটা প্রোডাক্ট মাত্র। ভালো থাকবেন। ধন্যবাদ।

২| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:



সৃষ্টা যাদের ভালোবাসেন, তারা শুয়ে শুয়ে আকাশের চাঁদ ও তারকা দেখার সুযোগ পায়; মানুষ যাকে ভালোবাসে সে অন্দ্ধকারে ঘুমায়।

০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৩

স্প্যানকড বলেছেন: তাই নাকি৷! ঠিক সোজা কথায় কন অত জ্ঞ্যানের কথা বুজতে কষ্ট হয় মুরুব্বি। ধন্যবাদ। শুভ নববর্ষ। ভালো থাকবেন খুব।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬

মিরোরডডল বলেছেন:

কঠিন প্রশ্ন, উত্তর জানা নেই।

০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪১

স্প্যানকড বলেছেন: শুভ নববর্ষ । প্রশ্ন সব সময় সোজা হয়। উত্তর কঠিন ইহা বুঝি প্রকৃতির নিয়ম। প্রকৃতি রহস্য নিয়ে খেলতে পছন্দ করে তাই এমন এমন প্রশ্ন নিয়ে বসে আছে। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.