নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

দেশ তো মায়ের মতন ।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৭

ছবি নেট ।

স্বাধীন হইছে দেশ
সে তো মেলাদিন
কিন্তু
কিছু মাইনষের ভুলে
দিনকে দিন হইয়া যাইতাছে মলিন
মলিন চেহারার কইতাছি কারণ।

আছে কিছু মহাজন
খচ্চর কিসিমের
রোজ বদনাম করে মুজিবের।

ভাবনাতে আসে তাই
যেদিক খুশী সেদিক চইলা যাই
আরব মুল্লুক
না হয়
ধলা চামড়ার বিলেত
যদিও
কচি বাঁশঝাড়ের ফাঁকে উঠা চাঁদ
বারবার করিতাছে বারণ।

চিন্তাটা আসলেই
চুক্ষের সামনে ভাসে মায়ের দুখ
বাপজানের দীর্ঘ মোনাজাত
পরিশ্রমে ক্লান্ত নত মুখ
বাড়ির পাশে সবুজ ধান ক্ষেত
আইলের চারপাশে অজানা ফুল
হাওয়ায় হাওয়ায় খাইতাছে কেমন দোল।

বড় বাড়ির পুকুরে কলা গাছের ভেলা
স্কুলের মাঠ
মসজিদে শিরনী
মন্দিরে প্রসাধ
ফাগুনের কৃষ্ণচুড়া
কুয়াসা ভেংগে আসা
ইদ্রিস মিয়ার বিড়ির আগুন।

টিনের চালে ভিজে কাঁথা
শীতের চোটে নববধূর কোমড়ে ব্যাথা
শুকনো বড়ই
দুধে ডোবা নরম পিঠা।

দিন দুই ঝিম মাইরা পইড়া পইড়া ভাবি,
গনতন্ত্র থাহে ক্যান কিতাবে ?
গরীব এতো
ধনী কতো ?
হিসেবে গড়মিল এতো ক্যা?

নয়তো দেশ কারো বাপ দাদার কলোনি
ভুলি নাই,
ভুলি নাই,
এখনো বিচার চায় সীমানায় ঝুলন্ত ফালানি ।

হিসেব মিলেনা যখন
ভোঁতা যখন মাথা মগজ
সিদ্ধান্তটা নেই তখন
দেশ ছাইড়া চইলা যামু
ফন্দি ফিকির করতাছি
বুঝলি না খানকির পোলারা
দেশটা তো মায়ের মতন ।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা সুন্দর।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.