নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

দুয়ারে খিল !

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৮

ছবি নেট ।

কবিতা,
তোমাকে ছুঁয়ে জেনেছি,
আমি গুনাহগার
তোমাকে ছুঁয়ে
চোখের কোণে
অশ্রুর নির্ভেজাল পারাপার।

তোমাকে ছুঁয়ে
ছেড়েছি নিষেধ হাজার
তোমাকে ছুঁয়ে
ভেংগে ফেলি নষ্টামির ঘর দুয়ার।

তোমাকে ছুঁয়ে
স্বপ্ন গড়ি
স্বপ্ন ভাঙি
জীবন এখন হারাবার।

কবিতা,
তোমাকে ছুঁয়ে জেনেছি,
বিপক্ষে আজ সমাজ
তোমাকে ছুঁয়ে
পদতলে শরম লাজ।

তোমাকে ছুঁয়ে
নিয়েছি মেনে সব অভিশাপ
তোমাকে ছোঁয়া কি
পাপ মহাপাপ ?

তোমাকে ছুঁয়ে
দিন রাত একাকার
অলিগলি
মিছিলে তোলপাড়।

কবিতা,
তোমাকে ছুঁয়ে জেনেছি,
বহু কিছু তলিয়ে আছে
বহু কিছু ডুবে যাচ্ছে
চারপাশে কেবল
তোমাকে চাই,
তোমাকে চাই হাহাকার।

তোমাকে ছুঁয়ে জেনেছি,
বেঁচে আছে একটা নর,
একটা নারী
ভংগুর; মচকানো
একদম পুরোপুরি হাড্ডিসার !

কবিতা,
তোমাকে ফেরত পাবার আশায়
এ আমার নেংটা চিৎকার।

                           

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০

ফুয়াদের বাপ বলেছেন: ভালোবেসে কবিতা ছুঁলে
অন্যায় হয়না
বাধা দেয়না
ভালোবাসা বাড়ে তলে
কবিতার ঈশারা স্পর্শে
সাহস বাড়ে দিগুন
লাজ-লজ্জা পদতলে দলে
হাজারটা নেশা ছাড়ুন।
কবিতার জন্য অপেক্ষা
ছুঁয়ে দিতে
ছুঁয়া পেতে
হাজার বছরের অপেক্ষা

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৫

স্প্যানকড বলেছেন: হুম, ঘটনা সত্য ! ভালো থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.