নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মুজিবের দল সেরা !

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২১

ছবি নেট ।

আজ একটা বিষয় নিয়ে ভেবে যখন কোনরকম কোন কিছুর সুরাহা হচ্ছিল না তখন এই কয়েক ইঞ্চির মোবাইল খানা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।

আজকাল ইহা ছাড়া কারো রাতদিন কাটে না। এই কাটে না শব্দ দুটি থেকে মাথায় চলতে লাগলো আমাদের মানে এই যে প্রায় ২০ কোটির মতন সৃষ্টির সেরা প্রাণী গুলি এইটুকুন একটা ছোট দেশে পড়ে আছি আমাদের রাত দিন কি খুব ভালো কেটে যাচ্ছে?

একদম না। কারণ এখানকার সব কিছু নির্ভর করে এখানকার রাজনীতিবিদদের সিদ্ধান্তের উপর এরা যেমন সিদ্বান্ত নিয়ে দেশ চালাবেন দেশের জনতা তাই মেনে নিয়ে চলতে বাধ্য। হোক সে সিদ্বান্ত ভালো কিংবা মন্দ। মানে সোজা কথায় জনতার তেমন কোন ভুমিকা নাই। থাকো খাও ঘুমাও এতো দেশ নিয়ে ভাবার কি আছে? উহা আমাদের উপর ছেড়ে দাও এমন একটা ভাব নিয়ে রাজনীতিবিদ গন বসে আছেন।

আমরা ও ছাইড়া দিছি। ভোট দিতে যাইনা। কি দরকার অতদূর হেঁটে রোদে জলে ভিজে ভোট দেয়ার?

এরচেয়ে ভালো নিজের আখের গোছানোর কাজে উঠে পড়ে লাগি। কিভাবে কত বড়লোক হওয়া যায় সেই প্রতিযোগিতায় সামিল হই। কি না করছি?দেশের অর্থ খালি করে অন্যদেশে চালান করে দিব্যি জয় বাংলা অথবা বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনি তুলে বেড়াচ্ছি।

আসলে দেশটা স্বাধীন হয়ে দেশটা নিজেই একটা গর্তে ঢুকে গেছে। মাঝেমধ্যে দোয়া করি, এই যে আমাদের অতি উন্নত মগজের রাজনৈতিক নেতা গুলি আছেন এরা যদি আসহাবে কাহাবের মতো তিনশো বছর এর জন্য ঘুমিয়ে যেতেন তাহলে আমরা হয়তো বেঁচে যেতাম।

আবার ভাবি তাহলে এ দেশ চালাবে কে? যদিও উহা ঘটবে না। উনারা ঐ লেভেলের সেরা নন। তবে উনারা যেসব বিষয়ে সেরা সেগুলির লিস্ট প্রকাশ করলে গর্দান পড়ে যাবে ইহা নিশ্চিত !

এখানকার এটাই কালচার ! চোর ডাকাত দের সামনে সদা নত মাথা নিয়ে থাকতে হবে। এদের শক্তি এ দেশের জনতার টাকা! যা তাদের নামে অন্য দেশের ব্যাংকে কবুতরের মতো বাকবাকম করে ডেকে যাচ্ছে আর ডিম ফুটিয়ে ঘন ঘন বাচ্চা দিয়ে যাচ্ছে। আমরা জেনে-বুঝে এদের পিছনে ঘুরঘুর করছি যাতে নিজের অমন একটা একাউন্ট হয়। সত্যি ! আমরা পারিও ! যাক যে বিষয় সুরাহা করতে পারি নাই উহা বলছি,

" মুজিবের দল সেরা
বাকী গুলি গাধা, গরু, ভেড়া ! "

এরপরের লাইন মিলাতে পারছি না। ভালো থাকবেন সকলে।



মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:




আপনি যতটুকু রাজনীতি বুঝেন, আপনার ভোটাধিকার থাকা উচিত নয়।

আপনি কাকে এমপি ভোট দিতে চান?

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৪

স্প্যানকড বলেছেন: আপনি তো দেখছি ফ্যাসিস্ট ! আমি কাউরে ভোট দিতে এখন যাই না। টানা ঘুম দেই শান্তি লাগে। আপনে কারে দেন মুরুব্বি ? ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

২| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৩

শাহ আজিজ বলেছেন: বিপ্লবী !!!

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১০

জ্যাক স্মিথ বলেছেন: মুজিবের দলই সেরা, বাকিগুলো গাধা, গরু, ভেরা। আসলেই তাই।

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৫

স্প্যানকড বলেছেন: একদম ! ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০১

শেরজা তপন বলেছেন: আসহাবে কাহ্বাব :) খারাপ নয় !
এইরকম ঘুম আমদের দিলেও মন্দ হোত না। সমস্যা একটাই যে, টেকনোলোজি্তে ভয়ঙ্কর রকম পিছিয়ে যেতাম। পৃথিবীতে হয়তো আমরতা কয়জনই থাকতাম বাকি সব মঙ্গলে না হয় অন্য কোথাও :)

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৭

স্প্যানকড বলেছেন: এমনিতেই পিছিয়ে গেছি অনেক ! তাই ভাবি আনমনে কি যে হচ্ছে বা হবে?? ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৫| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:

রাজনীতিবিদদের ৩০০ বছর ঘুম পাড়াতে চান?

ঘুম তো পাড়ানো হয়েছিল একবার। ৩০০ বছর না একেবারে চির নিদ্রায়।
নিশ্চিহ্ন করা হয়েছিল পরিবার শুদ্ধ। ১০০% নিরাপদ করতে এমনকি শিশুবাচ্চাটিকেও ঘুম পাড়ানো হয়েছিল। এরপর আরো নি্রংকুশ করতে জেলে যারা ছিল এদেরকেও নিদ্রায় পাঠিয়ে দেয়া হয়েছিল।
এরপর ক্যান্টনমেন্টে মুক্তিযোদ্ধাদের বেছে বেছে চার হাজার খতম করা হয়েছিল। এরপর ৩০ বছর সময় পেয়েছে, রাজনীতিবিদদের চেয়ে বেশি সময় পেয়েছিল খুনির দল চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি।
এজাবৎ দেশের যতটুকু মঙ্গল হয়েছে সেটা রাজনীতিবিদরাই করেছে। হ্যাঁ একমাত্র রাজনীতিবিদরা করেছে। সমগ্র পৃথিবিতে একই নিয়ম। একমাত্র রাজনীতিবিদরাই দেশ চালাবে, অন্য কেহ নয়।

দেশটা স্বাধীন হয়ে গর্তে পড়ে যায়নি। বরং স্বাধীন হয়ে একমাত্র রাজনীতিবিদরাই দেশটিকে উন্নত করেছে। দখলদারদের চেয়ে অনেক বেশি উন্নত দেশ হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:২০

স্প্যানকড বলেছেন: আইতাছি.... কইতে.... সাথে থাকুন প্লিজ।

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৫৫

স্প্যানকড বলেছেন: রাজনীতিবিদ গন দেশের উন্নয়ন করবে ঠিক। তাই বলে উন্নয়নের নামে যদি লুটপাট চলে উহা কি ঠিক? আপনি কি ভাবছেন, খুনির দল ক্ষমতায় আসবে না ? আসবে কোন না কোন সময়। মুজিবের দল দেশ পরিচালনা করুক ওতে সমস্যা নাই। সমস্যা হচ্ছে এদের দলে যখন লুটেরা বসে আছে। তখন বলতে ইচ্ছে করে সবাই এক! শুধু ভিন্ন ভিন্ন মুখ আর ভিন্ন মুখোশ এই যা ! আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন, সামনের নির্বাচনে সবাই ভোট দিতে পারবে? কিছু প্রশ্ন ছিল দয়া করে উত্তর দিবেন। ধন্যবাদ।

৬| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:২৩

কামাল১৮ বলেছেন: আপনি কি চান সেটা স্পষ্ট করে বলুন।বিএন না জামাত অথবা আর্মি শাসন।নাকি কোন শাসকই চান না।

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৩৬

স্প্যানকড বলেছেন: স্বাধীনতার পক্ষের শক্তি তবে চোর ডাকাত দস্যু মুক্ত। যা সম্ভবত হবে না। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৭| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:



মুজিবের দল দেশ পরিচালনা করুক ওতে সমস্যা নাই। সমস্যা হচ্ছে এদের দলে যখন লুটেরা বসে আছে।

কথিত লুটেরা,

কথিত লুটেরা লাগামহীন দুর্নীতি। এসব কথার ভিত্তি কি?
ব্যাঙ্কে ব্যাপক অনিয়ম দুর্নিতী হয়েছে, এই কথার কোন বাস্তব এভিডেন্স আছে?

ব্যাঙ্ক কি ঋন দিবে না? ব্যাঙ্কের মুল কাজই তো ঋন দেয়া।
সরকারি ব্যাঙ্কে ২২% খেলাপি হলেও বেসরকারি ব্যাঙ্কে মাত্র ৪-৬% খেলাপি। সন্তোষজনক।

বছর শেষে প্রতিটি ব্যাঙ্কই মুনাফা করেছে, গুজবের কারনে গণহারে টাকা উত্তলনে কয়েক হাজার কোটি টাকার আমানত কমেছে সেটাও মাত্র ১% এরও কম। এরপরেও আলোচিত সেই ইসল্মি ব্যঙ্কে সর্বচ্চ মুনাফা সব ব্যাঙ্কেই রেকর্ড মুনাফা।
যেভাবে বলা হচ্ছিল সেই মাত্রায় চুরি হলে পদ্মাসেতু সহ মেগা প্রকল্পগুলো কখনোই সমাপ্ত হতো না।
পদ্মাসেতুর তৈরির আগে অর্থসংস্থানের আগেই দুর্নিতীর অভিযোগ ছিল, পরে তা ভিত্তিহীন প্রমানীত হয়েছে,
এত চুরি এত পাচার ডজন ডজন মেগা প্রকল্পে এত অপচয় হলে, দেশের তহবিল শুন্য হয়ে যাওয়ার কথা অনেক আগেই।
এত বড় বড় মাত্রায় দুর্নিতী হলে দেশের সম্পদ বাড়ে না কমে?

পদ্মা সেতু কাজ শুরুর আগে দেশের রিজার্ভ ছিল মাত্র ১০ বিলিয়ন। এরপর নির্মান চলাকালে লাগামহীন কথিত দুর্নিতির অভিযোগ। কিন্তু সেতুর কাজ সমাপ্ত হওয়ার পর রিজার্ভ হয়ে গেল ৪৮ বিলিয়ন। কিভাবে কি?
পদ্মা সেতুর ব্যায় ৩ গুন বেড়ে যাওয়ার পরও আরো ডজন ডজন মেগা প্রকল্প। বিপুল অপচয় ডজন ডজন বৃহৎ পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৩ হাজার মেগাওয়াট থেকে ২৫ হাজার মেগাওয়াট হয়ে, বিপুল ব্যয় হয়ে দেশের শতভাগ বাড়ীতে বিদ্যুৎ পৌছে গেল। এর পরেও সম্পদ কমে না, বাড়তেই থাকে।
এর মাঝে কিছু রিজার্ভ চুরি হয়ে গেছিল। লাখ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ তো আছেই। ২০ লাখ রহিংগা ৭ বছর জাবত বিনামুল্যে খাওয়ানো হচ্ছে। এরপরে রিজার্ভ ও সম্পদ শুধু বাড়ে।
তাহলে দুর্নিতি কোনদিক দিয়ে হয় শুনি? প্রমান চাই।

১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:২১

স্প্যানকড বলেছেন: সব বুঝলাম মানলাম। আপনি বলছেন, কোন দুর্নীতি হচ্ছে না !

৮| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি তো ভোট দেন না। ভোট দিয়ে কি করবেন?
আপনি বলেছেন "কাউরে ভোট দিতে যাই না। টানা ঘুম দেই - শান্তি লাগে"।

১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:২৩

স্প্যানকড বলেছেন: আমার ভোট যদি কেউ দিয়ে দেয় তাহলে কেন যাবো বলেন। সবচেয়ে বড় কথা আমার এলাকার প্রার্থী আমার পছন্দমতো না। সে একজন দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসী ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.