নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রেমের বয়স নির্দিষ্ট নয় !

৩১ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:২৪

ছবি নেট ।

প্রেম করার বয়স
ফুরিয়ে কি যাচ্ছে?
প্রেম বোঝার বয়স এখনো বাচ্চাদের কোঠায়
অনেকটা কাঠি লজেন্স চুষে চুষে
স্কুল ব্যাগ কাঁদে
হেলেদুলে ঘরে ফেরার মতো
মন মগজে রেল চলার মতো
কু ঝিকঝিক উদাসীন এক বিস্ময়কর ভাবনা।

আসলে প্রেম শিখতে যেয়ে দেখেছি,
প্রেম মানে কি?
এক পশলা বৃষ্টি জল মাথায় নিয়ে
মধ্যবয়সী পুরুষের ছোট মাছ সমেত ঘরে প্রবেশ !
গিন্নীর ঘ্যান ঘ্যান
" অবেলায় এ মাছ কে কুটবে শুনি ? "
পুরুষের নীচু স্বরে প্রকাশ
" এ দামে বাজারে সস্তায় পেলুম! "
অতঃপর পুরুষের স্নানঘরে
গিন্নীর সমস্ত রাগ চুলায় ঢেলে
শেষমেশ রন্ধনশালায় পুনরাগমন।

আবার প্রেম মানে কি?
মধ্যরাতের হাসনা হেনার সুবাস
নারী কন্ঠে " আস্তে আস্তে  "
পুরুষ কন্ঠে " এতো চিল্লাও ক্যা? "

আসলে প্রেম চিনতে
এবং
এর লাইন মোতাবেক চলতে যেয়ে
আমি হোঁচট খেতে খেতে
মশারী টানিয়ে রোজ বলি,
আমার চলছে ছেচল্লিশ
তোমার ছয় ত্রিশ ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রেমের বয়স ফুরায় না বাচ্চা
অশীতিপর আসলেই মন রাইখেন কুড়ি

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩০

স্প্যানকড বলেছেন: হুম, মনে রাখিলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.