নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

লোকটি আর আসে না।

২১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৪৪

ছবি নেট ।

এখন আর ছুঁতে ইচ্ছে করে না কোন নারীর শরীর
পেতে ইচ্ছে করে না লালা মেশানো চুম্বন
ভেতর ঘরে খা খা রোদ্দুর
হাওয়া শনশন।

গত রাতে রেঁস্তোরায় বসা যে লোকটিকে দেখেছি
যার চোয়াল ভাংগা
বাঁধানো নকল দাঁত
নাকের উপর সোনালী ফ্রেমের চশমা।
সে কি আমার ভবিষ্যৎ ?
অথবা
আমিই সেই লোকটির
ধীরে ধীরে মুছে যাওয়া অতীত ।

লোকটি পুতিন বাইডেন নিয়ে ব্যস্ত
দু বার ঠোঁট ভিজিয়েছে জলে
ক্লান্ত হয়ে গেছে শেষবেলার হিসেব মিলাতে
লোকটি পৃষ্ঠা উলটায় খবর বদলায়
আমি ভাবি,
এবার বুঝি খেলবেন সুডোকু !
না,
না,
লোকটি হাসে
যাবার আগে কানের কাছে
ফিসফিসিয়ে বলেছিল ,
দেশের গনতন্ত্র নাকি
ভিজে গেছে বহু আগে
নানান কিসিমের পেচ্ছাবে !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৩ সকাল ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



শুরুটা এক ধরণের, বাকীটা আরক ধরণের? পুরোটা কি ভেজাল ধরণের কোন কিছু?

২১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

স্প্যানকড বলেছেন: একজন বয়স্ক মুরুব্বি দেখেছি সেদিন রেঁস্তোরায়। যার কথা ছিল অমন যিনি আর প্রেম তালাশ করেন না এমন কি দেশের গনতন্ত্র ! ভালো থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.