নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

দ্বিধা এবং দ্বন্দ্ব ।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৪

ছবি নেট।

রোজ একটা খোয়াব দেখার আশায়
চোখ দুটি বন্ধ করি
তেমন কিছুই ধরা দেয় না
শুধু সময় হয় গত
তখন ভাবতে থাকি
স্রষ্টা বুঝি এমনই
শুধু কেড়ে নেয়ার উস্তাদ
পরক্ষণেই দেখি ভুল,
মস্ত বড় ভুল,
আসলে উনি যা দিয়ে চলেছেন
তা কি কম?
হিসেব মিলাতে যেয়ে দেখি
স্রষ্টার প্রেম কতটা অফুরন্ত
যা গ্রহণ করতে বারবার হয়েছি ব্যার্থ।

স্রষ্টা প্রকাশ করে দিয়েছেন সমস্ত লুকানো সত্য
আমরা উহা বর্জন করেছি অহংকার বশত
অথবা
অন্য কিছু করার নেশায় ডুবে গেছি
ভেসে গেছি অন্যত্র।

সত্যটা বের করার চেষ্টায়
একটা চিন্তাগ্রস্ত মন নিয়ে চষে বেড়াই
পথের এ মাথা থেকে ও মাথা
সমস্ত দিক হারিয়ে
একটা উত্তর খুঁজে পাই
মরণ আমাকে কখনো মুক্তি দিবে না
যা দিবে
সে আমার কর্ম
অবশ্য কর্মের দু ধরণ
ভালো এবং মন্দ
কোনটা বেছে নিব বলতো ?




মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:১৮

শূন্য সারমর্ম বলেছেন:


স্রষ্টার প্রেমে একজনই ভালোমত পড়েছিলো ' সে হলো জালালউদ্দিন রুমী।

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১২

স্প্যানকড বলেছেন: হুম, একদম সত্য। রুমি আমার খুব প্রিয় একজন কবি। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

২| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:




মৃত্যুর পরও মুক্তির দরকার আছে?

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

স্প্যানকড বলেছেন: সবখানে মুক্তির দরকার আছে। সে জগত আরও কঠিন। আপনি কি মনে করেন এ জীবনের শেষ হয় মৃত্যুতে তারপর কিছু নাই ? ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৩| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১১:২৩

জটিল ভাই বলেছেন:
কবিতার ভাবার্থ অসাধারণ। সাবধানে থাকবেন প্রিয়।

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন খুব এবং সাবধানে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.