নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
ভেবেছিলাম,
প্রেম মানে জল
ছুঁয়ে দেখি ওতে ভীষণরকম ঢেউ
এতো অন্তর জ্বালা অনল !
ভেবেছিলাম,
হাতছাড়া হোক স্বর্গ
যাক হারিয়ে ঠিকানা
এমনকি লোটা বাটি কম্বল।
শুধু প্রেমটা যেন রয়ে যায়
কাগজে লেপ্টে থাকা সীল মোহরের মতো
অথবা
যেমনটা রয় বৃষ্টিতে ভেজা মাটির সোঁদা গন্ধ।
আসলে
প্রেম তো আমার একমাত্র সম্বল
একমাত্র বল
প্রেম মানে তছনছ
ভালো মেজাজের ঝড়
সত্যি,
প্রেম ছাড়া সবাই দুর্বল
এমনকি ইশ্বর !
২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৪
স্প্যানকড বলেছেন: এইতো মনে হয় লাইনে আইছেন ! ইশ্বর প্রেম দিয়ে সবাইকে ডাকেন। আমরা অহংকার নিয়ে প্রত্যাখ্যান করি যার মাশুল দিয়ে শেষ করা যায় না। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
২| ২৮ শে মার্চ, ২০২৩ সকাল ৯:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: প্রেম মানেই ঈশ্বর
ঈশ্বর ছাড়া প্রেম চলেই না
সবই কিছুই হেঁটে যায়
প্রেমে প্রেমে প্রেমে---------
২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৪
স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! ধন্যবাদ।
৩| ২৮ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব। রমজানুল মোবারক
৪| ২৮ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
সুন্দর কবিতা
২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২৩ সকাল ৯:০৮
সোনাগাজী বলেছেন:
প্রেম ছাড়া ঈশ্বর থাকবে কেন? প্রেম না'থাকলে কাজ করার কি দরকার?