নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

জল শালুকের নিষিদ্ধ কাব্য । পর্ব ১

০৩ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২১

ছবি নেট।

মোবাইলের স্ক্রীনে রিমির নাম ভেসে উঠেছে যেন শান্ত দীঘির জলে একমাত্র ফোটা পদ্ম। সজল ক'দিন ধরে জ্বরে ভুগছে। পড়াতে যেতে পারছে না রিমিকে। জ্বর শরীরে কাঁপা হাতে মোবাইলটা ধরে সজল দেখে রিমি এরমধ্যে সাতবার ফোন করেছে।

আটবারের মাথায় সজল কানের কাছে মোবাইলটা ধরে হ্যালো বলল। অপর প্রান্ত থেকে রিমি বলল, কি ব্যাপার ফোন ধরছেন না কেন? শরীর কি খুব খারাপ? জ্বর বেড়েছে? ডাক্তার দেখিয়েছেন? মাথায় জল ঢেলেছেন?

সজল কি বলবে এতোগুলি প্রশ্ন এক সাথে। শুধু ছোট করে জবাব দিল, হুম সবই করা হয়েছে। সাথে এ ও বলল,ডাক্তার বলেছে, নিয়মিত ঔষধ সেবন করলে আর দুই চার দিনের ভেতর শরীর ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ। রিমি এবার আবার বলে বসল, আমি কি আসব? সজল না প্লিজ এরকম কর না। ভাবী কি ভাববে কে জানে? রিমি একটু রেগে গিয়ে বলল, একজন মানুষ আরেকজন অসুস্থ মানুষকে দেখতে আসতে পারে না? মনে কিছু নিবেন না একটা কথা বলি, এ মহিলা শরীরের গরম বেশী দেখায়। সাবধানে থাকবেন। সজল কি যা তা বলছ? রাখি। রিমি বলল, এখন তো রাখবেন।

তা কবিতার বইটা পড়েছেন? সজল না। আচ্ছা রাখি। রিমি আচ্ছা সরি ডিস্টার্ব করলাম। রাতে আবার ফোন দিব। সজল আচ্ছা ভালো থেকো বলে মোবাইলটা বালিশের পাশে রেখে ভাবতে বসল রিমি কেন এমন আচরণ করল? যা একদম অচেনা।

টেবিলের উপর থেকে কবিতার বইটি হাতে নিল সজল। একজন নতুন কবির কবিতার বই। বই এর নাম " জল শালুকের নিষিদ্ধ কাব্য  " প্রথম কবিতাটা সজল পড়তে লাগল

আমার স্বপ্নগুলি মেঘের মতন ভেসে বেড়ায়
যখনই হাত বাড়াই
ছুঁতে চাই
অমনি ওরা পালিয়ে যায়
যেন চোখের সামনে একটা কালো স্ক্রীন
এছাড়া কিছুই নেই
আসলে কি কিছুই নেই?

যখন আমার স্বপ্নগুলি গোমড়া মুখে আমাকে দেখে
শ্রাবণ ধারায় চোখ গাল ভিজে
যেন শতাব্দীর সবচেয়ে ভয়ানক কোন দৃশ্য দেখলাম
এরচেয়ে কষ্ট বুঝি তামাম দুনিয়ায় নেই।

আমার স্বপ্ন গুলি একান্তই আমার
ওখানে কেবল আমার রাজত্ব
আমার আনাগোনা যখন তখন
তবে ওখানে যার সবচেয়ে বেশী শক্ত অবস্থান
সে কখনো জানে না
কতটা ভেতরে শিকড় তার
তার জন্য রোজ জমা হয় কতটা চুমুর আবদার ।

শেষের দুইটা লাইন একটা মার্কার কলম দিয়ে বোল্ড করে দিয়েছে রিমি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

অধীতি বলেছেন: দেখা যাক সামনে কি হয়।

০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৫

স্প্যানকড বলেছেন: হুম, আমিও দেখার অপেক্ষায় আছি । ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.