নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

জল শালুকের নিষিদ্ধ কাব্য। পর্ব ২

১০ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫২

ছবি নেট।

সজল ফোন কল কেটে দেয়ার পর রিমি ফিসফিস করে বলছে,  বলদ ! ভালোবাসি খুব। গ্যালারি তে সজলের কিছু ছবি আছে হাইড করা সেখানে ঢুকে যেই চুমু খাবে অমনি মিসেস শাহানার আগমন। উনি উহা দেখেই এ্যাই কি হচ্ছে? রিমি মা মা বলে ঘুরে দাঁড়ায়।

মিসেস শাহানা বলতে শুরু করল, কাকে ফোন দিয়েছিলি? হ্যাঁ, শুনি। রিমি আমতা আমতা করছে দেখে মিসেস শাহানা কড়া গলায় বলতে লাগলেন, এখনই ফোন চেক করে জেনে যেতে পারি তুমি কাকে ফোন করেছ কিন্তু আমি তা করব না। তোমার মুখ থেকে সত্য শুনতে চাই। রিমি উপায় নাই দেখে সজলের নাম বলে দিল। মিসেস শাহানার রাগ যেন রাজধানীর পিচ গলা রোদের চেয়ে কড়া ! উনি বলতে লাগলেন, ছি:! লজ্জা করে না তোর। রুচির দুর্ভিক্ষ চলছে তোর। এসব থেকে বেরিয়ে এসো। আর সজলকে বলে দিবে ওর আসার আর দরকার নেই। এসব আবেগ প্রেম-ট্রেম বাদ দাও। ক্যারিয়ার দ্যাখো। ফালতু যতসব! নিম্নশ্রেণীর মানুষের মতো চিন্তা করা ছাড়ো। জীবন যত সোজা ভেবেছ অত সহজ নয়! আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি তাই বলে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে তা হতে পারে না। রাতে এ নিয়ে কথা হবে তোমার বাপির সাথে আশা করি ডিনারে থাকবে তুমি।

এমন সময় কলিং বেল বেজে উঠল যেন কলিং বেল নয় রিমির সবচেয়ে প্রিয় কেউ যা এই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছে। রিমি একটি কথাও বলেনি শুধু মায়ের কথা শুনে গেল। মিসেস শাহানা দরজা খুলতে রুম থেকে বেড়িয়ে যাবার পর রিমি ফিসফিস করে বলছে, " মা তো নয় যেন মহিলা এরশাদ ! বাবা কেমনে টিকে আছে..... !  "

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৪

মিরোরডডল বলেছেন:




সিরিজ এতো ছোট করে লিখলে হবে?
একটা সিনে একটা এপিসোড শেষ, কিভাবে কি!!!!

১০ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

স্প্যানকড বলেছেন: শেষ কই? সামনে আরও আছে ইন শা আল্লাহ। ধন্যবাদ। ভালো থাকবেন খুব ।

২| ১০ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

কামাল১৮ বলেছেন: রাতের খাবার টেবিলের আলাপটা শেষ করতে পারতেন।তাহলে আর কিভাবে কি শুনতে হতো না।

১১ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:৩০

স্প্যানকড বলেছেন: হুম তাই দেখছি... ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৫

শায়মা বলেছেন: হা হা মনে হচ্ছে মজার সিরিজ হবে। :)

১১ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:৩০

স্প্যানকড বলেছেন: চেষ্টা করব ইন শা আল্লাহ। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.