নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

গন্দম খুব প্রিয় !

২৪ শে মে, ২০২৩ সকাল ১১:৩০

ছবি নেট।

প্রেমের বিস্তারিত জানতে চাও
তবে এসো কাছে
খুব ভালো করে চোখে রাখ চোখ
এক হয়ে যাক উপোষী চার ঠোঁট।

হ্যাঁ
হ্যাঁ
এমনভাবে চেপে যাও
যেন সুখে দম বন্ধ হয়ে আসে
ছটফটাতে ছটফটাতে হাত দুটি শুণ্যে ভাসে।

প্রেমের সুরত এবং হাল
এইতো আজকাল !

আরও গভীরে যেতে চাও
তবে একদম মিশে যাও
পিষে যাও
যেমনটা পিষে গম জাঁতাকল
অথবা
ঝোলে ভেজা রুটিতে পড়ে ক্ষুধার্ত কামড়।

আরও
আরও জানতে চাও
তবে শোন,
বেমালুম ভুলে যাও চারপাশের হট্টগোল
তুমি ঠিক জানলে না
কি চাইছে মন
আজ রাতে তোমার নরম হৃদয় এবং বুক
আমার একমাত্র ঠিকানা হোক।

হ্যাঁ
হ্যাঁ
এইতো ধরতে পারলে খুব
শিরদাঁড়া বেয়ে বেয়ে সুনামি
ভেংগে যাক
এ কুল ও কুল
সত্যি বলছি,
তিন কবুল
ভুলে গেছি সমস্ত টাটকা শোক।



মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১২:৫৫

আমি সাজিদ বলেছেন: ছবিটি কার? প্রেম ছাড়া মানুষের আর কি কি উঁচু লক্ষ্য থাকতে পারে?

২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৬

স্প্যানকড বলেছেন: ছবিটা কার জানি না তবে হৃদয়ে ঝড় তোলার মতন। নারী মানেই উফফ ! প্রেম থাকলেতো সব লক্ষ্য পুরণ হওয়া সম্ভব। প্রেম ছাড়া কিছুই যে সৃষ্টি হতো না। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

২| ২৪ শে মে, ২০২৩ দুপুর ২:০০

রানার ব্লগ বলেছেন: ভাই এমন এমন ছবি দেন যে বুকের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যায় ।

আমি সাজিদ বলেছেন: ছবিটি কার? প্রেম ছাড়া মানুষের আর কি কি উঁচু লক্ষ্য থাকতে পারে?

- কবিদের লক্ষ প্রেম । এর থেকে তাদের দৃষ্টি বেশি উঁচুতে ওঠে না । সেই প্রেমের সংজ্ঞা কিন্তু বিভিন্ন ধরনের ।

২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৮

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! কবিরা সারাজীবন প্রেমই তালাশ করে বেড়ায়। কবিরা শুণ্য থাকে আজীবন প্রেম পায় না বলেই কবিতায় গমন। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৩| ২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কবিতাটা খুব সুন্দর হয়েছে !

সত্যি বলতে কী জানেন ? নিজেকে বন্য বলে আবিষ্কার করবার পর আবার কোন নারীর কাছে নিজেকে পোষ্য করবার যে বাসনা সেটাকে মনে হয় প্রেম বলে , কিন্তু শেষমেশ কেমন যেন একটা দ্রোহ জন্মায় নিজেকে পোষ্য হিসেবে না দেখবার দ্রোহ ! এরপর দেখা যায় দ্রোহ আর বাসনা দ্বন্দ্ব চলতে থাকে ! এটা নারকীয় , চরম নারকীয় !

সম্ভবত প্রেম বিষয়টাই সবচেয়ে বড় অভিশাপ !!

২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

স্প্যানকড বলেছেন: আসলেই প্রেম জিনিসটা একটা ফাঁদ । না পড়লে জ্বালা পড়লেও জ্বালা। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

৪| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:০৩

মিরোরডডল বলেছেন:



ছবির মেয়েটা কবিতার মতোই সুন্দর।
প্রেম স্বর্গীয় শাশ্বত অনুভূতি।
The happiest feeling in life is the feeling of love.
If you get hurt for being loved, it makes love more precious.

২৪ শে মে, ২০২৩ রাত ৯:০৬

স্প্যানকড বলেছেন: ছবির মেয়েটা আসলেই সুন্দর । প্রেম না থাকলে এক জ্বালা আবার থাকলে আরেক জ্বালা তবে সে যাই হোক প্রেম ছাড়া গোটা জীবন মনে হবে অচল। সচল রাখতে প্রেম প্রয়োজন। ধন্যবাদ মন্তব্যের জন্য।ভালো থাকবেন খুব।

৫| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:০৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: The happiest feeling in life is the feeling of love.
If you get hurt for being loved, it makes love more precious.



হ্যাঁ তো পড়ে পড়ে বিরহ নিয়ে বেঁচে থাকবো আর এদিকে গান গাইবো , " ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমায় করেছে রাণী ! "

৬| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:৩৭

কামাল১৮ বলেছেন: মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রেম কোথায়।রবি ঠাকুর বলেছেন,প্রেম একটি ছলনা।
এটা নিয়ে যে যত ভাববে সে তত ডুববে।

২৪ শে মে, ২০২৩ রাত ৯:০৩

স্প্যানকড বলেছেন: প্রেম মানে ফাঁদ ! এমনটা পাওলো কোহেলও বলেছেন। ফাঁদে আপনি পড়বেন যেকোনো সময় এটা কিন্তু নিশ্চিত। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৭| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:৪১

মিরোরডডল বলেছেন:



হা হা হা ... নির্ব

if you get it, one day you will no longer feel the attractions of how it was.
so, which one is good? wanna lose your love or want to keep that precious feeling forever.

২৪ শে মে, ২০২৩ রাত ৯:০৮

স্প্যানকড বলেছেন: want to keep that precious feeling forever. Thanks.

৮| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:৪২

কামাল১৮ বলেছেন: প্রতিটা কাজই বালোবাসার সাথে প্রেমের সাথে করতে হয়।আমি এটাই বুঝি।

২৪ শে মে, ২০২৩ রাত ৯:০৯

স্প্যানকড বলেছেন: এটা একদম সত্য। ধন্যবাদ।

৯| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:৫৪

মিরোরডডল বলেছেন:



কামাল১৮ বলেছেন: মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রেম কোথায়।

হেলথ একটা অন্যতম মৌলিক চাহিদা, শারীরিক সুস্থতা।
শরীর মন একে অপরের সাথে কানেক্টেড।
মন ভালো না থাকলে শরীর ভালো থাকবে না, গ্লুমিনেস, বিষণ্ণতা এরকম নানাবিধ সমস্যা।
ফুড যেমন শরীরের ক্ষুধা মেটায়, তেমনি প্রেম ভালোবাসা মনের ক্ষুধা মেটায়।
মনের সুস্বাস্থ্যের জন্য প্রেম অন্যতম টনিক।
তাই জীবন হতে হবে প্রেমময় :)

২৪ শে মে, ২০২৩ রাত ৯:১১

স্প্যানকড বলেছেন: একদম, জীবন হতে হবে প্রেমময়। মন শরীর দুইটা চাংগা রাখতে প্রেম খুব দরকারী টনিক! ধন্যবাদ।

১০| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: ছবির মেয়েটা কে কেউ বুঝতে পারছে না।

আমার মনে হচ্ছে উহা পরিমনি :)

২৪ শে মে, ২০২৩ রাত ৯:১৪

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! খানিকটা আছে মিল নাক আর থুতনি। আমার কাছে তাই মনে হচ্ছে। তবে পরিমনির চেয়ে বেশী সুন্দরী এবং আবেদনময়ী। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

১১| ২৪ শে মে, ২০২৩ রাত ৯:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: if you get it, one day you will no longer feel the attractions of how it was.
so, which one is good? wanna lose your love or want to keep that precious feeling forever.



I know that I want love, but my ego wants not to be self oblivious, so I want to lose love, but it doesn't lose, fighting with my ego always! And then I'm discover myself in a great war , wait for to know who I'm !!

১২| ২৪ শে মে, ২০২৩ রাত ১১:৪৬

কামাল১৮ বলেছেন: @মিরোর,
প্রেম চাই প্রেম চাই বলে পৃথিবীর কোথাও কোন মিছিল হতে দেখিনাই।তার মানে পৃথিবীতে প্রেমের কোন অভাব নাই।যেটা আছে সেটা হলো ভুল মানুষ কে ভালোবাসা।ভুল মানুষকে ভালোবেসে হায় হায় করা মানুষের অভাব নাই।তারাই ভাবে প্রেম নাই।
প্রেমের নির্দিষ্ট কোন সংজ্ঞা নাই।একেক জনের কাছে প্রেমের সংজ্ঞা এক এক রকম।ভালো থাকার অনেক কারনের মধ্যে প্রেমের ভূমিকা খুবই নগন্য।প্রেমের সাথে সুস্থতার কোন সম্পর্ক নাই।অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেলে,সুস্থতার জন্য ডাক্তার বলে না প্রেম করো। প্রেম সুস্থ মনের কাজ কারবার।

১৩| ২৫ শে মে, ২০২৩ সকাল ১০:২২

মিরোরডডল বলেছেন:



@কামাল১৮

প্রেম চাই বলে মিছিল হবে কেনো! B:-)
এটাতো কোন প্রোডাক্ট বা সার্ভিস না যে চাইলে ডিম্যান্ড বুঝে সাপ্লাই হবে।
প্রেম একটা অনুভুতি, মায়াজাল, মানুষের মাঝে সেতুবন্ধনের এক মমত্ববোধ।

তার মানে পৃথিবীতে প্রেমের কোন অভাব নাই।

ঠিক বলেছে, অভাব নেইতো।
প্রেম আছে সর্বত্র, কেউ না চাইতেই পেয়ে যায়, আবার কারো হয়তো দেখা পেতে একটু সময় লাগে ।

প্রেমের নির্দিষ্ট কোন সংজ্ঞা নাই।একেক জনের কাছে প্রেমের সংজ্ঞা এক এক রকম।

সম্পূর্ণ সহমত।
শুধু যে ব্যক্তিবিশেষে ভিন্ন সংজ্ঞা তাই না,
একই মানুষের কাছেও সময়, পরিস্থিতি ও অভিজ্ঞতার কারণে সংজ্ঞা বদলে যায়, এটাও স্বাভাবিক।

ভালো থাকার অনেক কারনের মধ্যে প্রেমের ভূমিকা খুবই নগন্য।

এটা সম্পূর্ণই পার্সন টু পার্সন ডিপেন্ড করে, কে কিভাবে বা কি নিয়ে ভালো থাকতে চায়।
বেশিরভাগ মানুষ ভালো থাকে তার প্রিয়জনদের নিয়ে, কাছের মানুষের ভালো থাকার ওপর অনেক মানুষের ভালো থাকা নির্ভর করে। যেমন সন্তান ভালো থাকলে বাবা মা ভালো থাকে, স্বামী স্ত্রী একে অপরকে সুখী দেখতে চায়।
প্রেমিক প্রেমিকা একে অপরকে নিয়ে স্বপ্ন দেখে ভালো থাকার, বন্ধুরাও কাছের বন্ধুটির হাসিমুখ দেখে খুশি হয়।
এ সবকিছুর পেছনে যে মায়া, ভালোবাসা এগুলোইতো মানুষের প্রতি মানুষের প্রেম।

ইভেন যে মানুষটা শুধুই নিজের জন্য বাঁচে, পৃথিবী গোল্লায় যাক শুধু নিজের হ্যাপিনেসকে বোঝে,
সেখানেও কিন্তু আছে আত্মপ্রেম। তারপরও কি বলবো প্রেম নগন্য :(

এই যে অফিসে কাজের মাঝেও সময় করে উত্তর দিতে এলাম, এটা হচ্ছে সামুর প্রতি আমার প্রেম :)

কথা কিন্তু শেষ হয়নি, পরে আবার আসবো।
শুনেছিলাম কামাল অসুস্থ, আশা করি এখন ভালো আছে।

১৪| ২৫ শে মে, ২০২৩ রাত ৮:২৬

কামাল১৮ বলেছেন: খবর রাখার জন্য ধন্যবাদ।বয়স বেশি হলে যা হয়। আলোচনার আর কিছুনেই।সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.