নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
গোলাপটি মাত্র সপ্তাহ খানেক আয়ু পেয়েছিল
এ সপ্তাহ খানেক বিনে পয়সায় যে সুবাস ছড়িয়ে গেছে
তা কে দেয় বলত ?
গোলাপটি ঠিক পুরোপুরি গোলাপি হতে পারেনি
রোদ কম পেয়েছে
সার, জল
আদর চুমু তাও জূটেনি
গোলাপটি একটা কবিতার জন্ম দিয়েছে
জলদি ফুরিয়ে যাবে এজন্য হয়তো।
মানুষ গোলাপ হওয়ার যোগ্যতা রাখে না
তবে অর্থ দিলে অনেকের মুখের বুলি
অমুকের চরিত্র
ফুলের মতো পবিত্র
শোনা যায় সর্বত্র
আসলে সবকটা দূষিত।
টবের নীচে শ্যাওলা
কিছু নোংরা জল
পিঁপড়ে সারি সারি দেয়ালের এ মাথা ও মাথা ঘুরে
চোখ আজকাল বেশির ভাগ বন্ধ থাকে
বন্ধ চোখে
ইদানীং আরও বেশী দেখি
ক্ষুধার রাজ্যে
সংবিধান এবং গণতন্ত্র
দুটোই যে মৃত !
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪১
কালো যাদুকর বলেছেন: দিন দিন ক্ষুদা বাড়ছে,
ধরা বাসের অনুপযুক্ত হচ্ছে।
তবুও গোলাপ ফোটা,
ভোমড়া আসে,
নতুনের জন্ম হয়।
আপনার কবিতা ভাল হয়েছে। গতানুগতিক নয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন ? ভালো থাকবেন।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০
মিরোরডডল বলেছেন:
ক্ষুধার রাজ্যে
সংবিধান এবং গণতন্ত্র
দুটোই যে মৃত !
সত্য ভাষণ ভালো লেগেছে!
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থেকো।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১
মিরোরডডল বলেছেন:
প্রশ্ন ছিলো।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪
স্প্যানকড বলেছেন: কি বল? কঠিন কিছু ?
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯
মিরোরডডল বলেছেন:
আরে নাহ! কঠিন কিছু না।
প্রোফাইলে এই ছবি কেনো?
তাও আবার একটা না, দুটো।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১
স্প্যানকড বলেছেন: ও এই প্রশ্ন ? আমি তো ডরে ছিলাম মেয়ে মানুষের প্রশ্ন। কি জানি কি হয়? কেন অসুন্দর ? এর পিছনে একটা গল্প আছে। এখন কি পরিবর্তন করতে হবে? দেখছ তোমার এক প্রশ্নে কত প্রশ্নের জনম দিয়েছে। হা হা হা। ভালো থেকো।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭
মিরোরডডল বলেছেন:
নাহ অসুন্দর না, পরিবর্তনও করতে হবে না।
জাস্ট জানতে ইচ্ছে করলো পেছনের গল্পটা কি।
হ্যান্ডেল করা হয়েছে কখনও?
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩
বাকপ্রবাস বলেছেন: বেশ ভাল লেগেছে
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৭
স্প্যানকড বলেছেন: হুম কলেজ থাকাকালীন সময়ে। অবশ্য যে এলাকাতে বাস করতাম তখন সেখানে গ্যাঞ্জাম লেগেই থাকতো। এলাকার বড় ভাই দের কথা ছিল " যা কর মাইর খাওয়া যাইব না " তা কি আর করা নিজের ইজ্জত সবার আগে। বাকীটা ইতিহাস! বহু তথ্য দিয়ে দিলাম। এখন ওসব বাদ কবিতা নিয়া আছি। ভালো থেকো ।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৩
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: গোলাপ অল্পসময় বাঁচে। গোলাপ দ্রুতই মরে যায়।
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৭
স্প্যানকড বলেছেন: প্রেমও আজকাল অল্প সময় বাঁচে! গোলাপ আর প্রেম দীর্ঘদিন বেঁচে থাকুক এই কামনা করছি। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ কবি দা