নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
মন বলে তুই আমার
দেহ বলে তুই আমার
জানলি না তুই
বুক গহিনে আলো কম
বড্ড আঁধার।
চোখ বুজে কত উড়ে যাই
ধরতে গেলে
মিলে ছাই
জীবন ফুরায়
মেলা হিসেব জাঁতাকলে।
ঘা ক্ষত
দিবি কত?
আর কত?
নজরে বন্দী
তোর শারীরিক বাঁক
জ্বলে পুড়ে
আমি তো অংগার খাক।
পার্কের নি:সংগ ব্যাঞ্চ
আসমানে গ্রহ, তারা, চাঁদ
কোথাও না কোথাও
ফুটে রজনীগন্ধা।
সময়ের ব্যবধানে
সব ভেসে গেছে দূরে
হাতে হাত
লুকানো চাপা হাসি
কি বিশ্রী অচেনা
ফেরা যায় না ঘরে
রোদ মরা বিকেলে।
প্রেমটা মুখে
দেহটা শিরোনামে
জানি আমি
জানি
ভেতরে ভেতরে নষ্ট সকলে।
মন বলে তুই আমার
দেহ বলে তুই আমার
জানলি না তুই
বুক গহিনে আলো কম
বড্ড আঁধার।
বি দ্র : ইহা একটি গীতিকবিতা। চাইলে কেউ সুর দিতে পারেন।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুর দেয়ার জন্য সোনাবীজ ভাউ আছে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
স্প্যানকড বলেছেন: তাই তো ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০
সোনাগাজী বলেছেন:
ইহা গীতি কবিতা? আগেরগুলো কি ছিলো?
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
স্প্যানকড বলেছেন: আগের কোনগুলি? নির্দিষ্ট করে বলেন? কিছু কবিতা আছে শুধু নারী পুরুষের সম্পর্ক নিয়ে। প্রেম, বিরহ এবং কামনার কথা নিয়ে। ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
বাকপ্রবাস বলেছেন: ঘা ক্ষত
দিবি কত
আর কতে
দারুণ লাইনটা
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২১
মিরোরডডল বলেছেন:
I wish I could but unfortunately, I can't
কিন্তু কেউ নিশ্চয়ই সুর করবে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৬
স্প্যানকড বলেছেন: তোমার চেষ্টা করা উচিত নয় কি? আসলে আমি শুনতে চাচ্ছি হয় কেমন। তুমি যেহেতু না করে দিয়েছ তাই আর জোরাজোরি করছি না। আচ্ছা, তুমি কবিতা আবৃত্তি করতে পারো? এমনিতেই জানতে চাইছি। ধন্যবাদ। ভালো থেকো।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
মিরোরডডল বলেছেন:
আবৃত্তি সবাই করতে পারে। কেউ কোর্স করে প্রফেশন্যালি করে, আবার কেউ শখ করে।
শখের আবৃতি আমিও করেছি, তবে করার চেয়ে শুনতে বেশি পছন্দ করি।
what about you, কবিতো নিশ্চয়ই ভালো আবৃতি করে।
আচ্ছা, কবির কণ্ঠ কেমন?
প্রিয় একটা আবৃতি শেয়ার করলাম।
তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
একটুখানি কষ্ট দিবি।
তুই কি একা আমার হবি?
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি?
২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৬
স্প্যানকড বলেছেন: আনিসুল হকের কবিতা। আমার প্রিয় কবিতার ভীড়ে এটা একটা। শখের বশে আমার একটা কবিতা করে দেখাও অনুরোধ করছি। আমার কন্ঠ সুন্দর নয় আফসোস এই একটা। কন্ঠ ভালো হলে কবেই আবৃত্তি করে কাঁপাইয়া দিতাম। হা হা হা.... ধন্যবাদ। ভালো থেকো।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০২
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর সুরকণ্ঠ হলে আরও ভাল লাগবে-----------