নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
যে পথ দিয়ে হেঁটে চলেছি অবিরত
অনেকেই হেঁটেছেন হয়তো
অনেকেই হাঁটবেন
এ পথ একান্ত কি আমার?
প্রশ্ন করেই চুপচাপ
আমি একেবারে শান্ত।
যে বাগান হয়েছে লণ্ডভণ্ড
ভেবেছি কে এ পাষাণ চন্ডাল দানব
হেঁটে হেঁটে জেনেছি সে তো মানব!
সত্যি কি সে ছিল মানব?
যাদের হাতগুলো নিষ্ফলা জমিনের মতো
যাদের কপালে নেই সুখ অত
এসো হে ভাই
এসো হে বোন
সময় এসেছে ঘুরে দাঁড়াবার।
যে শিশু জানে না তার ভবিষ্যৎ
ঘুমে কাতর
চুষে চুষে মায়ের স্তন
সে শিশুর কসম
আর রক্ত ঝরবে কত
ফিরিয়ে দাও
সমস্ত সোনালী বসন্ত
যা হয়েছে গত।
উঠছে উঠছে ঝড়
কেহ নই কারো পর
কোন সে অমানুষ বিভাজন এর দেয়াল গড়ে
সকলের এই বিশ্বচরাচর।
আসমান দেখে হয়েছি মুগ্ধ
কালপুরুষের ন্যায় আমরাও হব না নত
সদা রব জেগে
কবিতার পর কবিতা লিখা হয়
কাজ হয় না তো
ক্যান সুরুজ ডুবে ভাসে
যদি জাহানারা ফের বেশ্যা খানকি হয়?
না,
না,
এ মানতে বড় কষ্ট
এ আসমান তোমার
এ আসমান আমার
জোরালো হোক চিৎকার
কোন সে বুনো শুয়োর
বসায় হেথায়
সীমানা কাঁটাতার ?
যে পথ গেছে বেঁকে
তাকেই রেখেছি বুকে
দ্রিম দ্রিম হৃদ স্পন্দন
থামাও থামাও সকলের ক্রোন্দন।
ঐ তো লাগছে গায়ে রোদ
ঐ তো চুমু খাচ্ছে ঠোঁট
যে ছেলেটি ছিল বোকাসোকা
তার হাতে আজ কবিতার বেয়নেট
বুকে লুকানো যাবতীয় নানান শোক।
হয়েছে হয়েছে মেলা মাপজোক
থামাও থামাও রসিকতা
শোন শেষ স্তবক
সত্যি,
বেহুদা লাগছে তোমার বকবক
দেখছি এখন
সব শালায় বড় মাপের বিশ্বাসঘাতক !
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন প্লিজ। ভালো থাকবেন।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২
রানার ব্লগ বলেছেন: বোকারাই কি তবে কবি হয় ?
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
স্প্যানকড বলেছেন: বোকারা কবি হয় সত্য। চালাক কেমনে হয় বুঝে আসে না অত। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আজকের কবিতাটা অনবদ্য হয়েছে ব্রাদার । বেশ কয়েকদিনেরগুলোর চাইতে আজকেরটা আমার খুব ভালো লাগলো ।
ভালো থাকবেন সবসময় !
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ব্রো। আমার কাছে সব গুলি সেরা....হা হা হা। ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে