নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
এমন পৃথিবী দেখতে চাইনি
লাইনে দাঁড়িয়ে শিশু, জওয়ান নারী - পুরুষ, বৃদ্ধ
যুদ্ধ !
কেন এ যুদ্ধ ?
ক্যান এতো মরণ ফাঁদ?
তোমার মুখ সর্বত্র
আমার কথা সীমিত
তবুও
থ্যাঁতলাতে পারে তোমার মগজ
উপড়ে ফেলতে পারে সবকটি দাঁত।
সময় এবং জলস্রোত দুটো বয়ে যায়
তুমি সেই
যে বন্ধ করে চলেছ
সমস্ত প্রেমের দুয়ার
এক ঝটকায়।
তুমি এক প্রেমহীন পাগল শিকারী
কোনদিন তুমি জানতে চাওনি
প্রেম কি
রক্ত তোমার প্রিয় পানীয়
এ তো জানি।
ফিরে এসো তুমি
দ্যাখো
ভাগ করে খেয়ে নিব
রুটি থেকে নুন তরকারি।
শোন হে,
ঠান্ডা মাথার খুনি
চোখে তোমার পরিষ্কার
দুনিয়া ধ্বংসের দৃশ্য
আমাকে শেষ যৌনমিলনটা করতে দাও
যুদ্ধের চেয়ে উহা বেশ দরকারী।
০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৫
স্প্যানকড বলেছেন: একদম। তবে অর্থকড়ি থাকলে বহু পাখি পোষা যায় ! হা হা হা... ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সময় এবং জলস্রোত দুটো বয়ে যায়
..............................................................
কারও জন্য অপেক্ষা করে না ,
তেমনি প্রেম ভালবাসার পাখিটা উড়ে গেলে
আর ফিরে আসে না ।