নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

চিয়ার্স ভার্সেস টিয়ার্স !

১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:১৫

ছবি নেট৷

শোন,
যখন তুমি সেফটিপিনে শাড়ী ব্লাউজ
একসাথে রাখার তীব্র করছ করসত
গলা গাল ঘষামাজা সেরে
ঠোঁটে মেখে চলেছ গাঢ় লাল রঙ
চেইনের বড় লকেট
পেন্ডুলামের মতো
স্বাধীনভাবে দুলছে
তোমার ভারী স্তনের খাঁজে
ঠিক তখন
ঠিক তখন
কোথাও না কোথাও
কেউ সমস্ত হারিয়ে
দাঁতে দাঁত চেপে
দু'হাতে প্রেম খেদাচ্ছে !
যখন তোমার হাইহিল শব্দ তুলছে ঠকঠক
অন্য কোথাও কেউ জেনে গেছে
প্রেমিক মানে মস্ত বড় প্রতারক !

যখন তুমি খুলছ শ্যাম্পেনের ছিপি
ফক আওয়াজ
বেরিয়ে গেল ভেতরকার বন্দী কিছু বাতাস
হুল্লোড় থ্রি চিয়ার্স
প্রসংশা শুনছ,
ইউ আর অলওয়েজ গর্জিয়াস !
ওদিকে তখন
গিলছে কেউ
বুলেট, বোমা, চোখ জ্বলা টিয়ার্স!














মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৯

মিরোরডডল বলেছেন:




এটাইতো জীবন!
সুখ-দুঃখ, হাসি কান্নার পাশাপাশি অবস্থান।



১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৬

স্প্যানকড বলেছেন: আর কানতে চাই না। এবি-র একটা গান আছে না " আর বেশী কাঁদালে উড়াল দেব আকাশে ! " ভাল্লাগে না এ জীবন। ভালো থেকো

২| ১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মেয়েদের দেহ ছাড়া কিছু বুঝেন না কি। সব কবিতায় একটা না একটা কথা থাকবেই শরীর নিয়া

৩| ১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৭

স্প্যানকড বলেছেন: আমি যা দেখি আপনি উহা দেখেন নাই ! খাঁচার প্রেমে অব্ধ সবাই কোথায় আছে হৃদয় ? এখানে আমি যার কথা বলেছি উনি দুনিয়ার অন্য প্রান্তে কি হচ্ছে উহা নিয়ে চিন্তিত নন। উনি খুব লাস্যময়ী নারী ! যে কিনা তার দেহ নিয়ে বড়াই করে অহংকারী খুব। থাক ওসব কথা। ভালো থাকবেন খুব।

৪| ১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৪

মিরোরডডল বলেছেন:




খারাপ সময়ের পর ভালো সময় আসে।
সো, কিপ ইউর হোপ।

এবি আকাশে উড়াল দিয়েছে, তাই নতুন কোন গান নেই।
অনেক মিস করি এবিকে।

কবিকে বেঁধে রাখবো।
উড়াল দিলে, কে এরকম কবিতা লিখবে!

১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৩

স্প্যানকড বলেছেন: আমার কোন মন্দ সময় নেই উহা জীবনের অংশ। এবি কে খুব মিস করি। কলেজ সময়ে বন্ধুরা মিলে খুব গাইতাম " সেই তুমি " তুমি বেঁধে রাখবে? কোন জোরে ? হা হা হা... গলা ব্যাথার কি খবর ? কমছে? না, বাড়ছে? ভালো থেকো সব সময়।

৫| ১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

ব্লগে এখন মাইনাস দেওয়া যায় না। নাহলে আপনি অনেক মাইনাস পেতেন; এই কবিতার জন্য।


কবিতার প্রকাশ ভঙিমা বা শাব্দিক সমন্নয়ের কোথাও মননের প্রকাশ ফুটে উঠেনি। নির্ঘাৎ বলে দেওয়া যায় এটা শরীর চর্চার পাঠ্য কাব্য। একজন ব্লগার অলরেডি মন্তব্য করেছেন এ নিয়ে।





১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৭

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! আপনি এহানে কি চর্চা করতে আসছেন? আপনার জন্য দুই লাইন " ছাগল চাটে বাঘের গাল। কদিন পর শীতকাল! " একদম ছন্দময় কবিতার লাইন। খুশী ? আমি ওসব মাইনাস প্লাসের উপরে বাস করি। আর যিনি এ মন্তব্য করেছেন উনি আমাকে যা খুশী বলতে পারেন তার সে অধিকার আছে। সিদ্ধ মিষ্টি আলু খাবেন? আমি খাচ্ছি বেশ মিষ্টি। ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৭

কামাল১৮ বলেছেন: কবিরাও রক্ত মাংসের মানুষ।আপনার কবিতা পড়লে সবার আগে এটাই মনে আসে।

১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৮

স্প্যানকড বলেছেন: অনেকে মনে করে কবিরা কেন সহবাস করতে চাইবে? আমি আমার চারপাশে যা দেখি তাই নিয়ে লেখার চেষ্টা করি। অনেকে মনে করে দাঁড়ি টুপি লাগিয়ে কেন মোল্লাদের মতো কথা কই না? তাজ্জব ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.