নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ছি : !

১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৬

ছবি নেট ।

এভাবে ফুরিয়ে যাবার কোন নাই অর্থ
প্রেম চেয়ে বেড়াচ্ছি বোকার মতো
এক বুক আশা নিয়ে হাঁটছি
যাদের মনেতে অসুখ
মগজে ঘুন
তারাই করতে পারে দিন দুপুরে খুন ।

খুব সহজ কারো পথ
কারো পথ এবড়ো থেবড়ো
হৃদয়ে বাসা বাঁধছে যখন কবিতার খেয়াল
অক্ষরে অক্ষরে চলছে লাফালাফি দৌড়
আসমানে তখন পাখির বদলে
সারিসারি বিমান বোমারু !

উত্তাল সমুদ্রের মতন আলুথালু
ভাসিয়ে নেবার করি বৃথা চেষ্টা
সোলেমান, দাউদ, মুসা, ঈশা, মুহাম্মদ
গেছেন চলে
যাবে সকলে
ক'জন আর এ কথা বোঝে 
তবুও জান যায় মিথ্যে অজুহাতে।

সমস্ত কবির
কবিতায় দেই আগুন
লাভ কি লিখে অত ?
প্রতিবাদ যেখানে কাজ চালিয়ে নেবার মতো।

অস্তমিত রবি
শুধুই খামাখা স্বপ্নের চাষ
জাতিসংঘ,
হ্যাঁ,
হ্যাঁ,
জাতিসংঘ দেখায় বাইদানীর নাচ।

মোরগ ডাকা আলোয় দেখি
গোটা দুনিয়ায় লাশের স্তুপ
মুর্খদের বোঝাতে বোঝাতে
স্রষ্টা এক্কেবারে চুপ।

কাঠি লজেন্স ধুলোতে গড়ায়
শকুন ঠোকরায়
কচি শিশুর মগজ থেকে মুখ !

চমৎকার ;
ছি:!
কি চমৎকার সংসার পাতে
রক্ত, সভ্যতা ও বন্দুক !

















মন্তব্য ৫২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৮

মিরোরডডল বলেছেন:




কোথাও কেউ নেই, পোষ্ট কমেন্ট শূন্য, এ অবস্থা কেনো?

লেখাটিতে বর্তমান ভয়াবহ সহিংসতার চিত্র উঠে এসেছে।

কি যে শুরু হলো! এর শেষ যে কোথায়!!!

১৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫২

স্প্যানকড বলেছেন: এ অবস্থার জন্য দায়ী মানুষ ! শেষ হবে না সহজে। যাও লিখে দিলাম কাগজে। হা হা হা....তা কেমন আছো?

২| ১৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১২

মিরোরডডল বলেছেন:




আমি আছি আগের মতোই।
স্প্যানকড কেমন আছে?

সামু অনেক বেশি নীরব মনে হচ্ছে।
শোকের ছায়া! প্রাণহীন!

দিনশেষে সামুতে এসে এমনটা দেখলে ভালো লাগে না।

১৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৬

স্প্যানকড বলেছেন: হুম একদম নিষ্প্রাণ! আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছে জীবন। মরলে কেউ কাঁদবে না উহা নিয়ে আফসোস ও নাই। আচ্ছা তুমি তো সিডনি থাকো তাই না? যদি হুট করে কোনদিন চলে আসি দেখা হবে? হবে তো নাকি?

৩| ১৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৭

মিরোরডডল বলেছেন:




কাঁদবে না কেমন করে বলে!!! মা আছে নাহ? মা তো কাঁদবে।

তবে এটা সত্যি, মরলে কেউ কাঁদলে কি হবে, আর না কাঁদলেই কি! কেউতো আর ভুত হয়ে দেখতে আসবে না।


১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০০

স্প্যানকড বলেছেন: হুম তা ঠিক। একমাত্র উনি কাঁদবেন আরও যে কত কি করবেন তা একমাত্র তিনি আর আল্লাহ জানেন। এই যে কাজে যখন বেরিয়ে যাই জানালা ধরে দাঁড়িয়ে থাকে যতক্ষণ আমি তাঁর দৃষ্টির মধ্যে থাকি। রাতে আমি না ফেরা পর্যন্ত তিনি কিছুই খাবেন না। আমি বলি খেয়ে নিতে তিনি শুনেন না। সবাই তো মা কে ভালবাসে আমি বাসি পাগলের মতো। সে যাই হোক অনেক বকবক করলাম। ভালো থেকো ।

৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০১

মিরোরডডল বলেছেন:




দেখা হবে কি হবে না, সেটা বিষয় না।
আগেতো আসা হোক, তখন বলবো কাছের মানুষ :)

১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

স্প্যানকড বলেছেন: আজ থেকে শুরু মিশন সিডনি ইন শা আল্লাহ। দেখা হচ্ছে ইন শা আল্লাহ কাছের মানুষ

৫| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাক আবার আরেক স্বদের কবিতা লিখলেন । ধন্যবাদ লিখবার জন্য !!

তবে দুঃখের বিষয় হলো যারা আপনার কবিতা নিয়ে অভিযোগ করেছিল । তারা এখন আর এই সুন্দর কবিতা পড়তে এলো না !!

১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

স্প্যানকড বলেছেন: মানুষ এমনই। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৬| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মোরগ ডাকা আলোয় দেখি
গোটা দুনিয়া লাশের স্তুপ
মূর্খদের বোঝাতে বোঝাতে
স্রষ্টা একদম চুপ !


এই কয়টা লাইনে যেন সারা দুনিয়ার নোংরা বাস্তবতা উঠে এলো । আসলেই স্রষ্টা এতবার জানিয়েছেন মানুষকে সঠিক পথে আসতে । কিন্তু মানুষ মূর্খের মত ধ্বংসযজ্ঞ চালিয়েই যাচ্ছে । চারিদিকে সীমালংঘন !!

আপনার এই কবিতাটা প্রিয়তে রাখলাম বড়ভাই !!

১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন খুব খুব।

৭| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০২

মিরোরডডল বলেছেন:




পিচ্চু, যে কবিতা নিয়ে দুজন অভিযোগ করেছিলো, সেটাও এরকমই একটা কবিতা ছিলো।
সমাজের দুটো ভিন্ন প্রেক্ষাপটকে পাশাপাশি রেখে তুলনা করা, একই সময়ে ঘটে যাওয়া দুটো ভিন্ন ঘটনা।
এটাই বাস্তবতা। সংবাদপত্রেও আমরা এমনটাই দেখি। একদিকে যুদ্ধ, আরেকদিকে বিনোদন।

অভিযোগ করার কিছুই ছিলো না সেখানে, ওদের বোঝার ভুল ছিলো।
হয়তো মনোযোগ দিয়ে পড়েনি।

১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

স্প্যানকড বলেছেন: হুম, বুঝে না ওরা বুঝে না... হা হা হা.. তুমি এতো ভালো কেন? কি সুন্দর কবিতা ধরতে পারো। কেন যে লিখছ না এ খুব অন্যায় । ভালো থেকো।

৮| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @মিরোরডডল ,

কেমন আছো আপা ?

হ্যাঁ , হয়তো ওনারা ঠিক করে পড়েননি । আসলে ওনাদের অভিযোগ ছিল নারীদেহকে না টেনে আনা । এটা করাই যায় । তবে আমার মতে কবিকে অবশ্য অন্যধাঁচের কবিতা লিখতে উৎসাহ দিতেই হবে । না হলে শুধু অভিযোগ করে যাওয়াটা কবিকে গলা টিপে মারার সামিল হবে ।

আর কবিতার গভীরতা অনেকেই ধরতে চান না । কেবল চান ছন্দবদ্ধ কয়েকটি কথামাত্র !!

৯| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১০

মিরোরডডল বলেছেন:




কেনো কাছের মানুষ বললাম সেটাতো শুনলো না।

এখন কোথায় থাকে সে কি আমি জানি?
বাংলাদেশে নাকি Honolulu থাকে, কে জানে :)

সিডনি আসলে তখন ডিসট্যান্স ওয়াইজ কাছের হয়ে যাবেতো :P

১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

স্প্যানকড বলেছেন: এ গ্রহে তো আছি। ডিসট্যান্স ওয়াইজ কাছের হয়ে যাবো ভালো লাগছে ব্যাপারটা। হা হা হা... ভালো থেকো সব সময়।

১০| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যদি হুট করে কোনদিন চলে আসি দেখা হবে? হবে তো নাকি?

ভাই যদি দেখা পান তবে টুকুস করে একটা ছবি তুলে রাখবেন কেমন ? কারণ আমার সিডনি যাওয়া হবে না হয়তো কোনদিন । আমার জেলা থেকেই বের হওয়া হবে না হয়তো । তাই আরকি !!

তবে এটা আনন্দের মিশন হবে ইনশাআল্লাহ !!

দেখা হোক আপনাদের !

১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০০

স্প্যানকড বলেছেন: আবার জিগায় ! হা হা হা..৷

১১| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কেনো কাছের মানুষ বললাম সেটাতো শুনলো না।

শুনবে কী করে ? পড়বেন উনি !!

আর পড়বে বলে মনে হয় না । দেখো গিয়ে এক্ষুণি বুড়িগঙ্গায় বজরা ভাসিয়ে রওনা দিল বলে !!

আর গাইতে থাকবে , "অফুর বেলায় , তুমি কোথায় যাও , বাইয়ারে !"

বিঃদ্রঃ আমরা মনে হয় দূরের মানুষ । ধুর ধুর সেমি কাছের মানুষও হতে পারলাম না :|

১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০৩

স্প্যানকড বলেছেন: হয়ে যাবেন কাছের মানুষ চিন্তার কিছু নাই একটু টাইম দেন।

১২| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

মিরোরডডল বলেছেন:




সেইম আমারও হতো। যখন ঢাকা ছিলাম, বাইরে থেকে ফিরলে দেখবো মা ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষায়। আবার যখন এখান থেকে বেড়াতে যাই, বন্ধুদের সাথে দেখা করতে বাইরে গেলে রাতে না ফেরা পর্যন্ত মায়ের টেনশন। আমিও ফোনে বলি ডিনার করে ওষুধ খেয়ে নিতে, তারপরও অপেক্ষা করে। মায়েরা মনে হয় এমনই হয়।

আমি বাসি পাগলের মতো।

আমি তারচেয়েও বেশি। আমার কাছে মায়ের হ্যাপিনেস সবার আগে।

আমাদের তিনজনের মাঝে কিন্তু একটা মিল আছে।

স্প্যানকড আর পিচ্চু, দুজনেই হচ্ছে পিতৃহারা মায়ের ছেলে।
আর আমি পিতৃহারা মায়ের মেয়ে :)

মা সর্বস্ব জীবন।
যদি কোন কারণে মায়ের সাথে ভুল বোঝাবুঝি বা আর্গুমেন্ট হয়, মনের সব শান্তি চলে যায় :(
যতক্ষণ না আবার সব স্বাভাবিক হয়, কোন কাজ করতে পারিনা !


১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০৬

স্প্যানকড বলেছেন: একদম উনি ছাড়া আমি কিছুই না। যতদুর পারা যায় উনাকে আগলে রাখার চেষ্টা করি।

১৩| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি পিতৃহারা নৈ আপা । আলহামদুলিল্লাহ আমার পিতা বর্তমান আছেন !! দোয়া করি বর্তমান থাকুক । আমিই অতীত হয়ে যাই আগে !!!

১৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

মিরোরডডল বলেছেন:




কেমন আছো আপা ?

আমি ভালো আছি। দুদিন ধরে ঠাণ্ডা বাঁধিয়ে গলা ব্যাথা নিয়ে বাসা থেকে অফিস করলাম।
পিচ্চু কেমন আছে? এক্সাম কবে শেষ হবে? মাস্টার্স শেষে কি প্ল্যান?

কারণ আমার সিডনি যাওয়া হবে না হয়তো কোনদিন । আমার জেলা থেকেই বের হওয়া হবে না হয়তো ।

নো নেগেটিভ চিন্তা।
where you want to see yourself, that's how it will be.
All depends on your realistic planning and efforts.
proper steps in proper timing are very important.

পিচ্চু অনেক মেধাবী।
I can see your bright future.

বিঃদ্রঃ আমরা মনে হয় দূরের মানুষ । ধুর ধুর সেমি কাছের মানুষও হতে পারলাম না :|

কে বলেছে? পিচ্চুকে আমরাতো সবাই স্নেহ করি, close to our heart :)


১৫| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০২

মিরোরডডল বলেছেন:




নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি পিতৃহারা নৈ আপা। আলহামদুলিল্লাহ আমার পিতা বর্তমান আছেন !!

Oops!!! Sorry sorry পিচ্চু।
মনে আছে বাবাকে নিয়ে একটা পোষ্ট পড়েছিলাম।
ওটাকে গুলিয়ে ফেলেছি।
বাবা অনেক অনেক অনেক বছর সুস্থভাবে বেঁচে থাকুক।
ইউ আর লাকি। ওকে পিচ্চুকে দল থেকে বাদ দিলাম :)

১৬| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পিচ্চু কেমন আছে? এক্সাম কবে শেষ হবে? মাস্টার্স শেষে কি প্ল্যান?

আমি এখন কেমন আছি এই নিয়ে নিজেই সন্দিহান !

এটা ফাইনাল এক্সাম নয় , তবে শেষ হবে কাল ইনশাআল্লাহ ।

মাস্টার্স শেষে এক অভিনব প্ল্যান করে রেখেছি আপা । নতুন একটা ফ্লাই ওভার চট্টগ্রামে হচ্ছে । সেখানে ভিক্ষা করবো । এছাড়া আর কোন পরিকল্পনা নেই । কারণ হয়রত আলব্যের কামু বলেছেন জীবনের মানেটাই অযৌক্তিক । তাই অযৌক্তিকতার জন্য কোন বিরাট পরিকল্পনা রাখা কী ঠিক হবে ?

মনটা বিক্ষিপ্ত কিছুটা । কারণ খুব ভালো এক বন্ধু গত পরশু চুরির দায়ে ধরা পড়েছে । যেটা আমাদের সবার ভাবনার অতীত ছিল । আমরা কেউই এটা মানতে পারছি না ! খুব অবাক লাগছে আমাদের সবার !!


নো নেগেটিভ চিন্তা।
where you want to see yourself, that's how it will be.
All depends on your realistic planning and efforts.
proper steps in proper timing are very important.


নেতিবাচক চিন্তার একটা আলাদা ক্ষমতা আছে জানো ? সবসময় সেটা সঠিক হয় । কেন কে জানে !!
আমি গত ৬ বছর ধরে যেখানে নিজেকে দেখতে চেয়েছি তার জন্য অনেক চেষ্টা চালিয়ে গিয়েছি । লাভ হয়নি । আর যারা চেষ্টা করেনি তারাই আজ সে জায়গায় দাঁড়িয়ে !! হাহাহাহাহাহা অদ্ভুত না ?

পিচ্চু অনেক মেধাবী।
I can see your bright future.


না না আমি মেধাবী না আমি ঝড়ে মরা বকের সেই ভবিষ্যতবাণী প্রদান কারি ফকির । যার আসলে কোন কামেলগিরি নেই ।

কে বলেছে? পিচ্চুকে আমরাতো সবাই স্নেহ করি, close to our heart :)

এই কথাগুলো এত মধুর হয় কেন বল তো আপা ? একদম অবশ করে দেয় !!

১৭| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১৪

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: একদম উনি ছাড়া আমি কিছুই না।

মা কে আপনি করে বলা হয়?
আমি তুমি করে বলি।

যতদুর পারা যায় উনাকে আগলে রাখার চেষ্টা করি।

ভেরি গুড।
মায়ের প্রতি সন্তানের এই ভালোবাসা যেনো চির অটুট থাকে।


১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২১

স্প্যানকড বলেছেন: আমিও তুমি করেই বলি। এখানে আপনি বলছি। জানি না ক্যান জানি। ভালো থেকো। গলা ব্যাথা কমছে?

১৮| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ওকে পিচ্চুকে দল থেকে বাদ দিলাম :)

এই প্রথম ব্যান খেলাম !

১৯| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৫০

সোনাগাজী বলেছেন:




@নিবর্হণ নির্ঘোষ ,

বন্ধু একা ধরা পড়েছে? ভালো বন্ধ হলে ভয়ের কিছু নেই!

২০| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @সোনাগাজী ,

হ্যাঁ , একাই ।

অন্তত সিসি টিভি ফুটেজে তাই দেখা গেছে !

২১| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০০

মিরোরডডল বলেছেন:




ভিক্ষা করবে?
একটা কঞ্চির প্রয়োজন অনুভব করছি, বুঝতেই পারছে কঞ্চি দিয়ে কি করবো X(

অযৌক্তিক অথবা বিরাট পরিকল্পনা করতে হবে কেনো।
মিনিমাম বেসিক একটা নিয়ার ফিউচার প্ল্যানতো থাকবে।

পিচ্চু কি এখন পড়ালেখার পাশাপাশি কোন কাজ করে?
ইফ নট, সেরকম কোন প্ল্যান আছে?
বিডিতে থাকতে আমি যখন নিজেই পিচ্চি, তখন থেকেই নিজের পকেট মানি নিজে ম্যানেজ করেছি।

বন্ধুকে এ অবস্থায় সবাই ছেড়ে না এসে, পাশে থেকে বোঝার ট্রাই করবে কেনো এমন করলো,
অথবা তার কোন সহযোগিতার প্রয়োজন কিনা। এমন কিছু যেটা হয়তো সে বলতে পারছে না।
life is very unpredictable.

আমি গত ৬ বছর ধরে যেখানে নিজেকে দেখতে চেয়েছি তার জন্য অনেক চেষ্টা চালিয়ে গিয়েছি । লাভ হয়নি ।

listen my dear, হয় চেষ্টাটা প্রপার ওয়েতে হয়নি অথবা যা এইম ছিলো That's not right for you.

কেউ এক কিলো হাটতে পারে না, আবার কারো কাছে পাঁচ কিলো হাটা কোন বিষয় না।

এই যে কার কতটুকু এবিলিটি, এটাকেও চেঞ্জ করা যায় এবং সময়ের প্রয়োজনে চেষ্টা ক্ষমতাকে বাড়াতে হবে।

you thought you tried but that's not enough.

you have to push yourself harder to increase your ability limit.

strong will force, determination and effort, তিনটা একসাথে হলে সাকসেস আসতে বাধ্য।

এনিওয়ে পিচ্চু ভালো থাকবে, গুড নাইট!


২২| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৬

সোনাগাজী বলেছেন:


@নিবর্হণ নির্ঘোষ ,
হ্যাঁ , একাই । অন্তত সিসি টিভি ফুটেজে তাই দেখা গেছে !

-ফুটেজের বাহিরেরগুলোর নাম বলার সম্ভাবনা আছে?

২৩| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২৫

স্প্যানকড বলেছেন: একদম চিন্তা করবেন না নিবর্হণ। বন্ধু বাইরে চলে আসবে ইন শা আল্লাহ। এতো হতাশ কেন? খুঁজে দেখুন আপনার মতো জীবন পেতে কত কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ভালো থাকবেন খুব।

২৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৩

বনজোসনা বলেছেন: কবিতাটি বেশ ভালো লেগেছে।

১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

২৫| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০৪

কামাল১৮ বলেছেন: এই ঘটনার জন্য দায়ী ধর্ম ও জাতিগত সমস্যা।মানবিক হলে এই সমস্যা থাকতো না।

১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫০

স্প্যানকড বলেছেন: বিষয়টিতে মানবতা আছে কিন্তু উহা সকলে ভুলে গেছে ! ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

২৬| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @সোনাগাজী

-ফুটেজের বাহিরেরগুলোর নাম বলার সম্ভাবনা আছে?

আপনার এই কথাটি বুঝিনি !!

২৭| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৪০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একদম চিন্তা করবেন না নিবর্হণ। বন্ধু বাইরে চলে আসবে ইন শা আল্লাহ। এতো হতাশ কেন?

না ওকে পুলিশে দেয়া হয়নি । একে তো মেয়ে তার ওপর আবার তার সামাজিক সম্মান ও ক্লাসে তাকে সবাই ব্লেইম করবে বলে এইটা করেনি স্যারেরা !! চুরিটা সে ক্যাম্পাসেই করেছে !!

১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৩

স্প্যানকড বলেছেন: কি মেয়ে !!!! এখানে না বললেও পারতেন। ভালো থাকবেন।

২৮| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: এই প্রথম আপনার ভিন্নধর্মী কবিতা পড়লাম। খুব ভালো লিখেছেন!!

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৪

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন বিপাশা।

২৯| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:২৭

ক্লোন রাফা বলেছেন: ছি , হ্যা আমাদের ঐ পর্যন্তই সক্ষমতা।
পুরো কবিতাজুরেই সমসাময়িক বাস্তবতার প্রতিচ্ছবি অংকিত করছেন।
ধন্যবাদ,স্প্যানকড।

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৭

স্প্যানকড বলেছেন: হুম, ধন্যবাদ মন্তব্যের জন্য। মাইর খাইতে খাইতে একসময় ঘুরে দাঁড়াবে। ভালো থাকবেন।

৩০| ১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বর্তমান ভয়াবহ সহিংসতার চিত্রই ফুটে উঠেছে কবিতায়। অসংখ্য ভালোলাগা কবিতায়।

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৩১| ১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩২| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০৯

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রথম পাতায় কবিতায় ব্যবহৃত ছবি দেখে পছন্দ না হলে আমি আপনার লিখা সাধারণত পড়ি না। এই কবিতায় ব্যবহৃত ছবি দেখে উৎসুক হলাম, পড়তে হলো পুরোটাই। ভালো লিখেছেন, ধন্যবাদ জানবেন।

১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ২:০৪

স্প্যানকড বলেছেন: তাই নাকি! ধন্যবাদ আপনি যে পড়েছেন এই জন্য। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.