নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

গোলযোগ ঠিক কর এক্ষুনি !

১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৬

ছবি নেট।

ইচ্ছে করে
থেঁতলে দেই তোমার অসুস্থ মগজ হামানদিস্তায়
পরক্ষণেই ভাবি,
তোমার আমার ফারাকটা এখানেই
হতে পারিনি
তোমার মতো ঠান্ডা মাথার খুনি!

জলের গভীরের শ্যাওলা
ও তোমার চেয়ে সুখী
কমলা রঙের রোদ
নোংরা কাপড়ের আধা ন্যাংটো ভিখারি
তোমার চেয়ে অনেক দামী
রক্ত, চামড়া , কোষে
তোমার ভীষণ গোলযোগ
ঠিক কর
ঠিক কর এক্ষুনি।

কবিতা লিখতে যেয়ে থেমে যাচ্ছি বারবার
এ নয় প্রথমবার
মনে হচ্ছে,
প্রতিটা দাড়ি, কমা, সেমিকোলন
করছে চিৎকার
প্রতিটা শব্দ এক একটি জ্যান্ত লাশ!
কেমন বদলে দিচ্ছ তুমি
কবিতা থেকে ইতিহাস।

আমার কবিতা অ্যানেস্থেশিয়া নয়
গিলে নিবে সমস্ত ব্যাথা ক্ষত
যুদ্ধের কথা বলে সমস্ত ধর্মগ্রন্থ।

অস্ত্র বানাছ যারা
খানকির ছেলে তোরা
এই বলে,
কবিতার আপাতত ইতি টানি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:


মানচিত্র দেখেন, মুসানবী যেই পথে সিনাইতে এসেছে, সেখানে লোহিত সাগর ছিলো না, ছিলো খাল।

১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৩

স্প্যানকড বলেছেন: খাল হোক আর সমুদ্দুর সেটা বড় কথা নয়!, বড় কথা কেন এ হত্যাযজ্ঞ ? ৩৬৫ দিনে কতজন ফিলিস্তিন মরে খবর রাখেন? হাসপাতালের ভেতরের দ্রশ্য দেখছেন? কচি মুখ গুলি কিভাবে কাঁদছে? কি দোষ ওদের? নানান প্রশ্ন আছে। ইতিহাস কাউকে ছাড় দিবে না মনে রাইখেন। ভালো থাকবেন খুব।

২| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪১

মিরোরডডল বলেছেন:









২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৮

স্প্যানকড বলেছেন: যাদের গালি দেই এরা ভদ্র নাকি ? কষ্ট পেলে দু'খিত। গরীব এর অস্ত্র হচ্ছে গালি। যাইহোক ভালো থেকো। মেজাজ খারাপ আছে.... ও তুমি বুঝবেনা।

৩| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪২

মিরোরডডল বলেছেন:




কমেন্ট না করেই ফিরে গেলাম, গালি আমার একদম পছন্দ না।

২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৯

স্প্যানকড বলেছেন: আইচ্ছা আর দিমু না খুশী ! কষ্ট হবে কয়দিন কিন্তু আমি পারি। চেষ্টা করব....

৪| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি ক্রমশ দারুণ থেকে দারুণ লিখছেন । গালিটা ঘুরিয়ে লিখবেন । যদিও আধুনিক কবিতায় গালির ব্যবহার বাড়ছে । তবুও ভদ্রপাঠ্যতা বজায় রাখা উচিত!!

ভালো থাকবেন ব্রোভাই !!

২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০২

স্প্যানকড বলেছেন: যাদের দিছি ওদের ভদ্র হতে বলেন আগে এমনিতেই গালিগালাজ খুনাখুনি কমে যাবে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.