নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু বরাবর তুচ্ছই!

২২ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০০

ছবি নেট।

এ আমি নই
অন্য এক পুরুষ !
তোমাকে পাওয়ার আশায়
জীবিত রই।

আমাকে তুমি প্রত্যাখ্যান কর
অথবা গ্রহণ
তীব্র উত্তেজনা সৃষ্টি করে দুটোই।

এ আমি নই
সত্যি, আমি নই
তোমাকে একটিবার দেখব বলে
বুজি যেই চোখ
অমনি ধরা দেয় সুখ
স্বর্গ হাসিল
প্রেম আমার চার দেয়াল মই।

এ আমি নই
মোটেও আমি নই
লাল চোখ চায় মুক্তি
জোড়াতালি জীবন
দুই চার চুম্বন
আসলে প্রেমের কাছে
মৃত্যু বরাবর তুচ্ছই !


















মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।

২| ২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মশিউর। ভালো থাকবেন খুব। :)

৩| ২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এবারেরটা তো ফাটাফাটি ।

হ্যাঁ পুরুষের কাছে প্রেম মৃত্যুর চেয়ে তুচ্ছ তবে..............................

২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। তবে কি? বোবা কান্না। ভালো থাকবেন সব সময়।

৪| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:




আপনার সব কবিতাকে একই কবিতা মনে হয়; সুন্দর একটা ছবি দেন।

৫| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! আপনি গাজা নিয়ে চিন্তা ছেড়ে দেন তাহলে ভিন্নতা পাবেন।আর ছবিটি তো সুন্দর। সমস্যা নাই তো। আপনি কি মোল্লা হয়ে গেলেন নাকি? =p~ ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.