নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
যে জায়গায় দাঁড়িয়ে আছেন
এক সময় ইহা নদী ছিল
এতে প্রচুর মাছ পাওয়া যেত
দুই পাড়ের ইটের ভাটা এবং
সিমেন্ট ফ্যাক্টরি
চোখের সামনে এসব গপাগপ গিলে খেল ।
সরকার?
প্রশাসন?
ওরা তো আজীবন বুলি কপচিয়ে
পকেট ভরে নিল।
হুম, এ সত্যি !
আর দূরে সারি সারি ঐ যে ইমারত দেখছেন
উহা সবুজে ঘেরা গ্রাম ছিল
এখন ওসব পুরনো গল্প
আসলে মানুষ বড় লোভী এবং
বোকাচোদা প্রাণী
অরন্য কেটে
টিভিতে রেডিওতে বিজ্ঞপ্তি দেয়
" গাছ লাগান পরিবেশ বাঁচান "
আচ্ছা,
ওখানে এতো হইচই কেন?
ও
ওটা একটা গুদামঘর আর
পাশেরটা গার্মেন্টস
মালিক পক্ষ ওদের দেয়নি
কোনদিন বেতন ন্যায্য
তাই এতো মিছিল আন্দোলন
হুমকি ধামকি
সরে আসুন জলদি
চালাবে গুলি এক পক্ষ এক্ষুনি
আরেক পক্ষ দিবে রক্ত !
কি সাংঘাতিক !
একেতো ঠকিয়ে গেল
এখন নিবে রক্ত!
জ্বি,
ওরা যে আধুনিক ফেরাউন
শ্রমিকরা নামকাওয়াস্তে বনী ইসরায়েল !
দুনিয়ার নিয়ম কিছু জানেন?
কি?
চোখ বুজে মরার মতো পড়ে থাকুন
পিঁপড়ের মতন পরিশ্রম করুন ।
কি আজে বাজে বকছ
দেখছেন না
কানা নাকি?
ইশ্বর কেমন চুপচাপ
সেখানে কেন আপনি করবেন এতো দৌড়ঝাপ?
থামিয়ে দিতে চাও তুমি
ঢিচক্যাঁও!
তাইলে গিলেন গুলি।
২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫২
স্প্যানকড বলেছেন: গরীব জন্মায় প্রতিদিন মরতে ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন
২| ২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৫
মিরোরডডল বলেছেন:
আমাদের চারপাশের পরিচিত দৃশ্যপট।
গ্রামে আগে যেটা ছিলো নদী, ছোটবেলায় মনে হতো কত বড় নদী!
আর এখন ওটাকে মনে হয় একটা নালা, খুবই করুণ!!!
নদীর দুপাশে বালি ফেলে ভরাট করে সব কমার্শিয়াল হয়ে যাচ্ছে।
২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৭
স্প্যানকড বলেছেন: ভবিষ্যৎ অন্ধকার। অবশ্য ইহা আমাদের গা সওয়া। যাক না আরও যাক সমস্তটা খোয়া! বেশী কিছু বললে বলবা কি জানি তোমার ভাষায় আমি? ভালো থেকো।
৩| ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৮
গেঁয়ো ভূত বলেছেন: শ্রমিকরা নামকাওয়াস্তে বনী ইসরায়েল !
লাইনটির অর্থ বুঝতে পারিনি।
কবিতা দারুন হয়েছে!
২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০১
স্প্যানকড বলেছেন: মিসকিন বনী ইসরায়েল ! কুরাইশ বংশের হলেও গরীব সব সময় গরীব! লাত্থি গুতা খাবে রক্ত দিবে। আসল হলে ফেরাউন এর দোস্ত হইত। রাজ্য চালাইত। সে যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৪| ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৪
শেরজা তপন বলেছেন: শিল্পপতিরা খুব খারাপ হয়-রক্তচোষাই এদের স্বভাব! কিন্তু বলতে পারেন এই মানুষগুলো আসে কোন গ্রহ থেকে?
২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৪
স্প্যানকড বলেছেন: আমি সবচেয়ে ঘৃণা করি বিত্তবান লোকদের এদের খুব কাছ থেকে দেখছি এরা যে কি জঘন্য প্রকৃতির। সত্যি অবাক হই যখন দেখি এদের ঘরে বউ থাকে, ছেলে মেয়ে সব। অথচ এসব মানুষের সারাজীবন একলা রাখা উচিত। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৫| ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫২
রানার ব্লগ বলেছেন: উহাই !! তাইলে গেলেন গুলি !!!
২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৬
স্প্যানকড বলেছেন: হুম, জন্মের পর থাইকা গিলতেই আছি । তয় একদিন গিলামু। ধন্যবাদ মন্তব্যের জন্য।ভালো থাকবেন।
৬| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৮
কামাল১৮ বলেছেন: আজকে যেখানে হিমালয় সেখানে ছিলো গভীর সমুদ্র।প্রকৃতির পরিবর্তন ঠিক আছে।কিছু করার নাই।কিন্তু মানুষের অপরিকল্পিত পরিবর্তন যেটা আবার মানুষে ক্ষতির কারণ সেটা মানা যায় না।
২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৮
স্প্যানকড বলেছেন: কথা তো এখানেই মানুষের চেয়ে বড় জানোয়ার একটাও নাই ! ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:১১
বাকপ্রবাস বলেছেন: গরীব মারো পরিবেশ মারো
উপরে উঠ আরো আরো