নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বারুদ এবং লোবান চ্যাপ্টার ৫

০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

ছবি স্প্যানকড।

আমরা প্রাণপণে প্রেমটা বাঁচাতে চাই
নিখুঁত করবার চেষ্টায়
নিজের অজান্তে বেশী ভুল হয়ে যায়
প্রেম হারালে থাকে কি?
কিস্যু না
এ বেশ কওয়া যায়।

এইযে জানালার বাইরে আলো
ঘড়ি ধরা কিছু সময় পর নামে আঁধার
এ দুই সময়ে আমার ভেতর
টিনের চালে বৃষ্টিজল পড়ার মত
অথবা গড়িয়ে পড়ে পাথর
পিছনে ছুটছে বেচারা সিসিফাস
অমন দৃশ্য বারবার জন্মায় । 

চুমু এবং সঙ্গম
শব্দ দুটো মাথায় নিয়ে
বাসি বিছানা ছেড়ে আসি দপ্তরে
গোছাতে চাই না ইচ্ছে করে
ঘোরতর জন্মেছে শব্দ দুটির প্রতি অভিযোগ
নানামুখী স্রোতে ভেসে
সমস্ত বিলায় মানুষ।  

উদাহরণ স্বরুপ
যে রমনীর বস
ডেকে নিয়ে যায় কক্ষে অযথায়
নানান উসিলায়
নারীটিও খুঁজে সুযোগ
ঘন করে লিপস্টিক
আয়নায় দেখে নিজের লুক
যার নেই কোন পাপবোধ।

দেবী লক্ষী সুপ্রসন্ন হলে
আজকাল
তিন কোনা ফসলা জমি
চষে বেড়ায় বুড়ো লাঙলে।

লাঙলে মংগল
লাঙলে সুখ
স্পষ্ট বার্তা দিচ্ছে সেই নারীর চোখ মুখ !





মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.