|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট।
 ছবি নেট।  
জানালার বাইরে তাকিয়ে 
পরিবেশ বোঝার চেষ্টা করি
নড়চড় নেই একবিন্দু 
সেই হাসি -কান্না, মিটিং,মিশিল, দাবি দাওয়া, চিৎকার, হর্ণ, রিক্সার টুংটাং 
গাজায় বোমায় মানুষ মরার খবর
নতুন নেই কিস্যু । 
আকাশটায় দৃষ্টি পড়তেই
আঁতকে উঠি
কেমন ধুলো পড়া নীল! 
রাতে ঘুমুতে যাবার আগে 
একটা মেঘ ঘেঁষা 
উঁচু পাহাড়ের ছবি এঁকেছিলাম 
উহা আবার ফেরত আনার চেষ্টায় ব্যস্ত থাকি 
উপরে উঠার যে অদম্য ইচ্ছেটা 
তিল থেকে হলো তাল 
তাতে ক্যামন চলে আসে মনমরা ঢিল। 
যে মেয়েটি চোখের দৃষ্টি ছুঁয়ে 
হেঁটে মিলিয়ে গেল ভীড়ে 
ওর শরীর দেখি
ওর ভেতরে যে 
কত রকমের কুল ভাংগা গোঙানি
তা আর কজন শুনি? 
যেদিন সব ভাসিয়ে নেয়ার মতো নামে বৃষ্টি 
সেদিন একটা রোমান্টিক দৃশ্য মগজে সেভ করি 
পাশাপাশি দাঁড়িয়ে দুজন 
বাইরে বৃষ্টির উদোম নৃত্য 
ফিসফিসিয়ে বলছ তুমি 
" ভেতরে চলো 
তোমাকে সম্পুর্ন চাই এক্ষুনি  " 
ঢেউ ভাংগতে ভাংগতে 
আমিও হয়ে উঠি দু:সাহসিক নাবিক 
দুজন দুজনের কথা 
একটুও করিনা এদিক সেদিক ! 
তবে কি সংগম 
আমাদের নিয়ে আসে এতো কাছাকাছি? 
জানালার বাইরে তাকিয়ে 
পরিবেশ বোঝার চেষ্টা করি ।
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০  ০৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৪১
০৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৪১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২২
০৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বরাবরের মতোই সুন্দর কবিতা।