|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট।
 ছবি নেট। 
না,
কোথাও নেই আমি 
কোথাও 
গ্রাম, নগর, বন্দর 
প্রেম, চুমু, বিরহ, আদর 
ভ্যালেন্টাইন্স ডে 
পহেলা ফালগুন, বৈশাখ 
উপাসনালয় 
পিঁপড়ের দলার মতো 
গিজগিজ করা মানুষের ভীড়ে 
মিশিলে 
শ্লোগানে 
নদীর পাড় 
রক্তজবার ঝোপ
লজ্জাবতীর ঝাড় 
ঝুঁটিওয়ালা মোরগ ডাকা ভোর 
ক্লান্ত সন্ধ্যে
ভেজা মাটির সোঁদা গন্ধে 
পুকুরে ডুবিয়ে লাল চোখ 
ঘরে ফেরা দেরিতে 
মায়ের বকুনি শাসন 
টং দোকান 
গানে 
কবিতায়
বন্ধুদের আড্ডায়  
টি এস সি 
শাহবাগ 
না, 
কোথাও নেই 
কোথাও আমাকে দেখতে পাবে না 
মাথার উপর ছাদ 
নীল রঙা আকাশ
জন্মের আগেই ঠিক ছিল 
ওটাই একমাত্র ঠিকানা। 
খুঁজবে তুমি ? 
তা কিন্তু না 
এ আমি বিশ্বাস ও করি না 
তোমার ভেতর ছিল রহস্যময় আগুন 
পুড়তে চেয়েছিলাম 
মাথার ঘাম পায়ে ফেলে প্রেম খুঁজেছি 
এর বেশী কিছু না। 
তুমি হেসে ফেলবে হয়তো 
তোমার বুকের সুবাস 
আমায় রোজ ঘুম পাড়াতো ! 
ঠিক করা সমস্ত আয়োজন 
এখন শুধু প্রহর গোনা 
ভাবতেই 
ইশ! 
লোম দাঁড়ানো কি ভীষণ উত্তেজনা !
 ১২ টি
    	১২ টি    	 +২/-০
    	+২/-০  ০৬ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৩
০৬ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৩
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! এতো এতো মানুষের ভীড়ে মিলে যাওয়া অবাক হওয়ার মতো কিছু নয়। ধন্যবাদ। ভালো থাকবেন। আনন্দে থাকবেন।
২|  ০৬ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৮
০৬ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বলে রাখি শেষের স্তবকের আগে যে তিন লাইন তা আমার সাথে আবার যায় না !
  ০৬ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৪
০৬ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৪
স্প্যানকড বলেছেন: উহা আবার অন্য কারো সাথে মিলে গেছে ! হা হা হা.... 
৩|  ০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৪
০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৪
মিরোরডডল  বলেছেন: 
কবিতার শুরু থেকে শেষ আমার সাথে মিলে গেছে, তাই এটা আমার।
  ০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৫০
০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৫০
স্প্যানকড বলেছেন: উমমম ! কইলেই হইল ? মানি না..... কার বুকের সুবাসে ঘুমাইতা ? হুম, শুনি.....
৪|  ০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৫২
০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৫২
মিরোরডডল  বলেছেন: 
কেনো বলবো?
  ০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১৫
০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১৫
স্প্যানকড বলেছেন: উমম ! শুনতে যেমন পিঁড়ি নিয়ে বসে আছি !
৫|  ০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:০৬
০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:০৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কার বুকের সুবাসে ঘুমাইতা ? হুম, শুনি.....  
 আমি জানি কমরেড । আমি জানি !! 
 ওটা কোলবালিশ !!
  ০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১৭
০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১৭
স্প্যানকড বলেছেন: হা হা হা... যতদুর জানি মেয়েরা টেডিবিয়ার নিয়া ঘুমায়। এ বদঅভ্যাসের কারণে পরে পুরুষ নিয়ে শুয়ে শান্তি পায় না ! হা হা হা... 
৬|  ০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:০৭
০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:০৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাচ্চলে আমি বললাম দেখে আপাও বলল ! 
 সংবিধিবদ্ধ সতর্কিকরণ: প্লিজ এবার  আবার   ওভাবে ক্ষ্যাপে যেয়ো না !
  ০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১৯
০৬ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১৯
স্প্যানকড বলেছেন: ঐ মিয়া এতো ডরান ক্যা? আমি আছি না। আপনার বইনরে ঠান্ডা করার মন্ত্র জানি  
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩১
০৬ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আজকের কবিতা আমার সাথে মিলে গেছে কমরেড !!