|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট ।
 ছবি নেট ।  
আমার প্রেমের মান অত উঁচুতে কি?
প্রশ্নটা তোমাকেই করছি 
না,
না,
ল্যাবরেটরিতে নেয়ার প্রয়োজন নেই 
নিম্নমানের !
বোঝা যায় এমনিতেই। 
উঁচু মানের হলে, 
ক'দিনের শুকনো কাশি 
রসুন আর গরম তেলের মালিশে
বলতো, 
টা টা 
বাই বাই আসি 
বিবি হাজেরার মতো ছুটতে তুমি
চিনে ফেলত মহল্লার ডাক্তার ফার্মাসি। 
এরপর 
লিপিস্টিকের মতো রইতাম ঠোঁটে 
রোদ চশমার মতো ঝুলে যেতাম চোখে 
নিম্নমানের বলেই 
চলছে এতো খরা
হচ্ছে না প্রেমের তাজ গড়া। 
সে যাই হোক শোন, 
এ তুমি বেশ বোঝ
প্রেম, 
প্যাকেট অথবা 
নয় বোতলজাত পণ্য ! 
পাবে না উহা বাজারে
যদিও 
অনেকে কিনতে চায় কেজি দরে ! 
এ আসল সত্য। 
যে পুরুষটি চুমু খায় 
সহজে পেয়ে যায় 
তোমার মেদবহুল ঠোঁট থেকে হৃষ্টপুষ্ট বুক
শয্যাসঙ্গী হতে 
যে পটু এবং উৎসুক। 
কি আশ্চর্য ! 
উহা আমি নই
আমি তো 
তোমার ভেতরকার লোক। 
খানিকটা গর্দান নীচু 
কড়া মিষ্টি তোমার চুমু
রোজ এমন স্বপ্ন বুনে দুচোখ। 
মেয়ে জানো কি তুমি ? 
মানুষ যেমন প্রেম গড়ার মিস্ত্রী  
তেমন প্রেমের হত্যাকারী! 
ঐ তো 
ঐ তো 
কালের স্বাক্ষী 
লুতের স্ত্রী !
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৪৮
০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৪৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন আনন্দে থাকবেন।
২|  ০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২৯
০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ।
  ০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৪৮
০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৪৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন আনন্দে থাকবেন।
৩|  ০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০০
০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার কবিতা আমি মাঝে মধ্যেই পড়ি। ভালোই লেখেন।
  ০৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২০
০৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
৪|  ০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১৪
০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দিলেন তো রাগ ঝেড়ে !!
  ০৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২১
০৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২১
স্প্যানকড বলেছেন: তাই নাকি !  রাগ থাকা খারাপ তাই কমাইয়া দিলাম। হা হা হা.... 
৫|  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:১১
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:১১
প্রথম সারির নিরাপদ ব্লগার বলেছেন: দারুণ কবিতা। অন্যরকম ফিল পেলাম।
আমার কবিতা সম্পর্কে জ্ঞান অতি সামান্য।তারপরও আমার মনে হচ্ছে, মিস্ত্রী শব্দটার পরিবর্তে কারিগর বা এর সমার্থক শব্দ ব্যাবহার করলে লাইনটা আরো শ্রুতিমধুর হতো।
  ১৩ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩৬
১৩ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। কারিগর দিলে শেষের বাক্যটির সাথে মিলাতে কষ্ট হতো। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
৬|  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:১২
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:১২
প্রথম সারির নিরাপদ ব্লগার বলেছেন: ধন্যবাদ  
  ১৩ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩৭
১৩ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩৭
স্প্যানকড বলেছেন: স্বাগতম। ভালো থাকবেন আনন্দে থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২৭
০৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২৭
অরণি বলেছেন: সুন্দর কবিত।