নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আঁধার শহরে কবিতা দুয়ারে-দুয়ারে। চ্যাপ্টার ৫

০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩

ছবি নেট।

আমাকে দুর্বল করতে যেয়ে
আরও বেশী সবল করে দাও
আমাকে ভুলতে যেয়ে
বড্ড বেশী মনে করে নাও
এ সত্য
প্রেম হচ্ছে আরাম এবং আনন্দের
যদি ঠিকঠাক ধরা দেয়
বিরহ কম কিসের?

তুমি সেই লাজুক রোদ্দুর
যাকে নিয়ে তামাম দিন ছুটে বেড়াই
আবার তুমি সেই
বৃষ্টিস্নাত আঁধার বিকেল
চোখ বুজে কেমন থতমত খাই।

নিজের অজান্তে ভেতরে ভেতরে সকলে
কি এক জটিল - গভীর ব্যাকরণ নিয়ে পড়ে থাকে
ব্যাকরণভীতি আমাকে বারবার ভাবিয়ে তোলে
চুপচাপ শান্ত হই কবিতা লিখে
যেন ঘুমিয়ে গেছি মায়ের কোলে।

এ জানি,
জীবন নয় পুষ্পশয্যা
হার জিতের এক অপরুপ সমন্বয়
তুমি দুহাতে টেনে ধর পর্দা
যেন না পায় কেউ তোমায়
আলো কিংবা আঁধারে ।

ইচ্ছে করলে হেঁচকা টানে
ছিঁড়ে ফেলতে পারি
ওসব পর্দা
শক্তি সামর্থ্য আছে সেই
প্রেমিক আমি
এ মুখস্থ আগে থেকেই
প্রেমের ক্ষেত্রে কখনো
জোরাজোরি করতে নেই।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৮

মিরোরডডল বলেছেন:



বরাবরেই মতোই চমৎকার একটি লেখা।

প্রতিদিন কি নতুন নতুন কবিতা লেখা হয়, নাকি স্টক থেকে দেয়া হয়?

০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২১

স্প্যানকড বলেছেন: প্রতিদিন নতুন করে লিখি। দু:খের বিষয় কি জানো? প্রতিদিন হচ্ছে এমন ঘুমানোর সময় একটা কবিতার প্লট নিয়ে ভাবি এরপর আলসেমি ধরে মনে করি যাক সকালে উঠে লিখব কিন্তু মগজ সকালে রিফ্রেশ হয়ে যায় রাতের কবিতা আর ফিরে আসেনা প্রভাতে! কত কবিতা যে এভাবে হারিয়ে গেছে। এখন থেকে তাই কি করি যখনি কোন শব্দ বা বাক্য গঠন করি উহা সাথে সাথে মোবাইল নোটে টুকে রাখি। অবশ্য আমি মোবাইল কবি। ওখানেই লিখে জমা করি। মাঝে মধ্যে আঁতকে উঠি যদি মোবাইল ক্রাশ করে তাইলে কি? এজন্য সামুতে লিখে রাখি। এ হলো চরম সত্য। ঘুমের ব্যাঘাত এজন্য বেশী।

২| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪

বিজন রয় বলেছেন: সুন্দর!

০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন আনন্দে থাকবেন খুব।

৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: মিরোরডডল বলেছেন: প্রতিদিন কি নতুন নতুন কবিতা লেখা হয়, নাকি স্টক থেকে দেয়া হয়?

কারো পক্ষে প্রতিদিন কি কবিতা লেখা সম্ভব?

যদি সম্ভব হয় তো তিনি কবি নন, বিস্ময়কর কবি।

০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

স্প্যানকড বলেছেন: আমি বিস্ময়কর কি না জানি না তবে প্রতিদিন লিখি। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি আসলেই ব্রিলিয়ান্ট !!

সত্যিই , এই কথাটা বলা হয়নি কখনও । এমন গড় গড় করে লিখাটা অনেক বড় একটা প্রতিভা !!

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

মিরোরডডল বলেছেন:




বিজন রয় একজন কবি, উনিও বললেন কারো পক্ষে প্রতিদিন কি কবিতা লেখা সম্ভব?

যদি সম্ভব হয় তো তিনি কবি নন, বিস্ময়কর কবি।


কিন্তু এটা সম্ভব, আই মিন প্রতিদিন লিখছে।

তার মানে অসম্ভব কে সম্ভব করেছে যে বিস্ময়কর কবি, সেটা আর কেউ নয়, আমাদের পাগলা কবি স্প্যানকড :)

সত্যি অনেক বড় গুণ এটা।
আর থ্যাংকস মোবাইল কবি, কবিতাগুলো ব্লগে রাখায় আমরা পড়তে পারছি।


০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৪

স্প্যানকড বলেছেন: ইশ ! মেয়েটা যে কি বলে প্রেমে না পইড়া উপায় নাই। হা হা হা.... লিখতে না পারলে কষ্ট লাগে খুব কষ্ট । যাই হোক চেষ্টা করছি। আমার মুলত সামুতে আসার উদ্দেশ্য ছিল কবিতাগুলো যেন বাঁচে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.